Donald Trump: ‘আমার বাবা ডোনাল্ড ট্রাম্প আর নেই!’ পোস্ট ট্রাম্পপুত্রের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প মারা গিয়েছেন? স্বয়ং ট্রাম্পপুত্রের এক্স (পূর্বতন ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে এরকমই একটা লাইন পোস্ট করা হয়েছে। সারা পৃথিবী জানল না, ট্রাম্প সহসা মারা গেলেন! না, মুহূর্তে জানা গেল ঘটনা মোটেই তা নয়। ট্রাম্পের ছেলের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। সেই হ্যাকড হওয়া অ্যাকাউন্ট থেকেই বাবার মৃত্যুসংবাদ প্রচারিত হয়ে গেল! ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট থেকে শুধু যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃ্ত্যুসংবাদই প্রচারিত হয়েছে তাই নয়, উত্তর কোরিয়া থেকে জেফ্রি এপস্টেইন– ভুল খবর প্রচারিত…