৫০ দিনে কলকাতাকে যা চিনেছি, তা ৫০ বছরের সঞ্চয় হয়ে থাকবে: ইয়ামি
কলকাতা: কলকাতায় প্রায় ৫০ দিন ধরে শ্যুটিং করেছিলেন ইয়ামি গৌতম। এবার এলেন ছবি প্রচারে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘লস্ট’ ছবি মুক্তি পাচ্ছে ১৬ ফেব্রুয়ারি। তার আগে শহরে হয়ে গেল লস্টের স্পেশ্যাল স্ক্রিনিং। দু’দিনের ঝটিকা সফরে এসে নিউজ18 বাংলার সঙ্গে একান্তে আড্ডা দিলেন বলি বিউটি ইয়ামি গৌতম। আবারও কলকাতায় আসার অনুভূতিটা কেমন? ইয়ামি- (হেসে) দারুণ অনুভূতি। কলকাতায় অনেক আগের থেকেই আমার যাতায়াত ছিল। সেই আমার কেরিয়ারের শুরু থেকে। কিন্তু টনিদার সঙ্গে ‘লস্ট’ করতে এসে কলকাতার সঙ্গে ভালমতোই জড়িয়ে গেলাম। আগে…