নেওয়া হয় নি অনুমতি, ‘হক’ ছবির বিরুদ্ধে আদালতে শাহ বিনোর পরিবার
আগামী ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘হক’। কিন্তু মুক্তির আগেই বিপাকে পড়ল এই ছবিটি। ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হল শাহ বানোর পরিবার। পরিবারের তরফ থেকে নিয়োগ করা আইনজীবী তৌসিফ ওয়ারসি দাবি জানিয়েছেন, এই ছবি যদি মুক্তি পায়, তাহলে ইসলাম ধর্মালম্বীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। এমনকি এও জানানো হয়েছে, শাহ বানোর পরিবারের তরফ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। ইন্দোর হাইকোর্টের দারস্ত হয়ে পরিবার দাবি জানান যাতে এই…







