Kashmir: ভরসন্ধেবেলা জঙ্গি হামলা শ্রীনগরে, নিহত ১ পুলিসকর্মী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের রক্ত ঝরল কাশ্মীরে। শ্রীনগরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক পুলিসকর্মী। আহত আরও ২। ‘গভীরভাবে শোকাহত’, টুইট করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানা দিয়েছে, ঘড়িতে তখন ৭টা ১৫। এদিন ভরসন্ধেবেলায় শ্রীনগরের প্রাণকেন্দ্র লালবাজার এলাকায় হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান কাশ্মীর পুলিসের সাব-ইন্সপেক্টর মুস্তাক আহমেদ। গুরুতর আহত হন হেজ কনস্টেবল ফৈয়াজ আহমেদ ও বিশেষ পুলিস আধিকারিক আবু বকর। দু’জনেই ভর্তি হাসপাতালে। Deeply saddened to hear about the militant attack on @JmuKmrPolice personnel deployed in…