চাকরি আর মজার নয়, এই লিখে ইস্তফা দিলেন কর্মী, ভাইরাল ইস্তফাপত্র পোস্ট করলেন হর্ষ
#নয়াদিল্লি:আমি ইস্তফা দিচ্ছি, আর চাকরি করে সেই মজা পাচ্ছি না, সম্প্রতি এমনই এক ইস্তফাপত্র লিখে ইস্তফা দিয়েছিলেন আরপিজি গ্রুপের এক কর্মী। সেই ইস্তফাপত্র আবার লিঙ্কড ইনে পোস্ট করেন সেই সংস্থার প্রধান হর্ষ গোয়েঙ্কা। আর তার পরেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। এমন পদত্যাগপত্র দেখে কার্যত হেসে কুটিপাটি নেট দুনিয়া। হর্ষ গোয়েঙ্কা আরপিজি গ্রুপের চেয়ারম্যান। তিনি তাঁর সংস্থার এই কর্মীর ইস্তফাপত্রটির ছবি তুলে পোস্ট করেছিলেন। আর সেই পোস্টে তিনি মূলত বলতে চেয়েছেন, কোনও কর্মীর কোনও সংস্থায় কাজ করার জন্য একটি…