শট-এ নিয়ন্ত্রণ হারিয়েছিলেন জন, কঙ্গনাকে আদর করতে করতে রক্ত বের করে দিয়েছিলেন
#মুম্বই: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় গুপ্তর প্রথম ছবি ‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’! ছবিতে ছিলেন কঙ্গনা রানাওয়াত, জন আব্রাহাম, তুষার কাপুর, মনোজ বাজপেয়ি আর সোনু সুদ। দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল ছবিটি, নজর কেড়েছিল জন-কঙ্গনার অনস্ক্রিন কেমিস্ট্রিও! তবে, এই ছবির একটা গোপন কথা কিন্তু অনেকেই জানেন না, ছবিতে কঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের অভিনয় করতে গিয়ে একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন জন, হারিয়ে ফেলেছিলেন আত্মনিয়ন্ত্রণ। শয্যাদৃশ্যের শটে এতটাই ডুবে গিয়েছিলেন ‘জিসম’ তারকা যে ভুলে গিয়েছিলেন, বাস্তব নয়, তিনি শ্যুট করছেন, আদর করতে…