আমি ফরমায়েশি ছবি করি না, করব না: সৃজিত
কলকাতা: তাঁর সিনেমার নাম শুনে অনেকেই মনে করেছিলেন, এবার বোধহয় তাঁর পোষ্য়দের পর্দায় দেখা যেতে চলেছে। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র পোষ্য যে এক গুচ্ছ সাপ, এ কথা সবারই জানা। সেই কারণেই, ‘কিলবিল সোস্যাইটি’ (Killbill Socialty)-র নাম শুনে অনেকে মনে করেছিলেন, পোষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই বোধহয় রাখা হয়েছে সিনেমার নাম। সাক্ষাৎকারের প্রথম প্রশ্নই রাখা হয়েছিল ছবির নাম নিয়েই। প্রশ্ন শুনে সৃজিত মুখোপাধ্যায় হেসে ফেলে বললেন, ‘নাহ্.. আমার পোষ্যদের দেখা যাবে না। এই ছবি এমন একটা গল্প নিয়ে তৈরি যারা খুন…