Human Washing Machine: জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
মানুষের শরীর ধোয়ার সময় এই যন্ত্রের ভিতরে মৃদু স্বরে বাজনাও বাজবে৷ ফলে শরীরে সঙ্গে মনও সতেজ, শান্ত হবে৷ এমনই দেখতে হবে মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন৷ ছবি-এক্স জামাকাপড়ের মতোই এবার মানুষ ধোয়ার জন্যও ওয়াশিং মেশিন তৈরি করে ফেলল জাপানের একটি সংস্থা৷ জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো-তে প্রথম বার এই মানুষ ধোয়ার মেশিনটি সামনে আনা হয়৷ এবার সেই যন্ত্রই জাপানের বাজারেও চলে এসেছে৷ জাপানি সংস্থা সায়েন্স এই মানুষ ধোয়ার ওয়াশিং মেশিনটি তৈরি করেছে৷ মেশিনের ভিতরে থাকা ক্যাপসুলে ঢুকে উপরে ঢাকনা আটকে…









