সিট বেল্ট ছাড়া গাড়িতে! জরিমানা থেকে রেহাই পেলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

সিট বেল্ট ছাড়া গাড়িতে! জরিমানা থেকে রেহাই পেলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

নয়াদিল্লি: সিট বেল্ট (seat belt) না পরেই গাড়িতে। জরিমানা (fine) দিতে হল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে (Britain Prime Minister)। নিজেই স্বীকার করলেন ভুলের কথা।

সিট বেল্ট না পরায় প্রধানমন্ত্রীর জরিমানা

গাড়িতে সিট বেল্ট না পরা দণ্ডণীয় অপরাধ। আর সেই নিয়মের হাত থেকে রেহাই নেই প্রধানমন্ত্রীরও। সিট বেল্ট না পরেই গাড়িতে চড়েছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) ১০০ পাউন্ড জরিমানা করা হল। ভুলের কথা স্বীকার করে নিয়েছেন সুনক, খবর সূত্রের।

নিজের গাড়িতে সিট বেল্ট না পরা অবস্থায় একটি ভিডিও করে সেই ক্লিপ সুনক শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সেই প্রেক্ষিতে, তাঁর জরিমানা করেছে ব্রিটিশ পুলিশ। সুনক, বৃহস্পতিবার ‘বিচারের সংক্ষিপ্ত ত্রুটি’ বলে অভিহিত করার জন্য ক্ষমা চান, সিট বেল্ট না পরে ইংল্যান্ডের উত্তরে ভ্রমণ করার সময় তাঁর গাড়ির পিছনের সিটে একটি ভিডিও শ্যুট করেন।

ট্যুইটারে ল্যাঙ্কাশায়ার পুলিশ জানায়, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে যেখানে দেখা যাচ্ছে যে ল্যাঙ্কাশায়ারে চলন্ত গাড়িতে একজন যাত্রী সিট বেল্ট না পরে রয়েছে, আমরা আজ লন্ডনের একজন ৪২ বছর বয়সী ব্যক্তিকে নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ প্রস্তাব জারি করেছি।’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি দেওয়া হয়েছে যে তিনি ‘তাঁর দোষ সম্পূর্ণ মেনে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন’, একইসঙ্গে তিনি জরিমানাও পূরণ করবেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, কোনও যাত্রী সিট বেল্ট থাকা সত্ত্বেও না পরলে, তাঁকে ১০০ পাউন্ড জরিমানা করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৪ অক্টোবর, টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে লিজ ট্রাসের পদত্যাগের পর ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকের হাতে আসে ব্রিটেনের রাশ। ব্রিটেনেরই প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। লিজ ট্রাসের পদত্যাগের পর তাঁর উপরেই ভরসা রাখে ব্রিটেনের কনজারভেটিভ পার্টিং সাংসদরা। ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক। ২৮ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি।

(Feed Source: abplive.com)