১৫ বছরের আইনি লড়াই, মার্কিন দম্পতির কাছে পরাজিত গুগল, জরিমানা ২১,০০০ কোটি
বিরাট ধাক্কা খেল গুগল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে গুগলকে প্রায় ২.৪ বিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। আসলে এটা হল এক মার্কিন দম্পতির দায়ের করা মামলা। দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াইয়ের পর জয় পেয়েছেন তাঁরা। আর তার জেরেই এবার গুগলকে প্রায় ২৬,১৭২ কোটির জরিমানা করা হয়েছে বলে খবর। অন্যত্র ২১ হাজার কোটি বলে উল্লেখ করা রয়েছে। গুগলের সার্চ অ্যালগরিদম অনৈতিকভাবে তাদের প্রাইস কম্পারিসন ওয়েবসাইট ফাউন্ডেমকে দাবিয়ে রেখেছিল বলে মনে করা হচ্ছে। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে আবেদন করেছিলেন ওই দম্পতি।…