‘পাঠান’কে বড়পর্দায় দেখতে বাংলাদেশ থেকে ভারতে হাজির অনুরাগীরা

‘পাঠান’কে বড়পর্দায় দেখতে বাংলাদেশ থেকে ভারতে হাজির অনুরাগীরা

নয়াদিল্লি: প্রায় ৪ বছর পর বড়পর্দায় ফিরেছেন বলিউডের (Bollywood) ‘বেতাজ’ বাদশাহ (Badshah)। ‘পাঠান’ (Pathaan) মুক্তির আগে থেকেই বাড়ছিল উত্তেজনা। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবি। এর মধ্যে একাধিক রেকর্ড ভেঙেছে (Record Breaking Business)। বিশ্বজুড়ে ৬২৫ কোটির ব্যবসা ছাড়িয়ে গেছে শাহরুখ-দীপিকা-জন অভিনীত ছবি। তার মধ্যেই ভাইরাল হয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। শহরের এক প্রথম সারির ডিস্ট্রিবিউটর ট্যুইটারে (twitter) একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে দেখা গেল ‘পাঠান’ দেখতে ভারতে হাজির বাংলাদেশি অনুরাগীরাও (fans from Bangladesh)।

বাংলাদেশ থেকে ভারতে হাজির ‘পাঠান’ অনুরাগীরা

ট্যুইটে একটি পোস্ট শেয়ার করে প্রদর্শক শতদীপ সাহা লেখেন, ‘এটা দুর্দান্ত ব্যাপার। বাংলাদেশ থেকে মানুষ আসছেন ভারতে ‘পাঠান’ দেখার জন্য। ত্রিপুরার আগরতলায় রূপসী সিনেমায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ।’ তিনি যে পোস্ট শেয়ার করেছেন তার ক্যাপশনে লেখা, ‘ঢাকা থেকে আগরতলা, ভারত বড়পর্দায় শাহরুখকে দেখার জন্য।’

প্রসঙ্গত, এতদিনে সকলেই বুঝে গেছেন যে শাহরুখের ‘পাঠান’ আন্তর্জাতিক বাজারেও ব্লকবাস্টার। পাঁচ দিন দীর্ঘ উইকেন্ডের পর সোমবার ব্যবসায় ঘাটতি হয়েছে ৩৩ শতাংশ, মঙ্গলবার ২২ শতাংশ। উত্তর প্রদেশ, বিহার, দিল্লি ও রাজস্থানে ব্যবসা চলেছে ভালই, তবে দক্ষিণ ভারতে প্রথম পাঁচ দিনের পর কমেছে ব্যবসার পরিমাণ।

দেশে এই ছবি ইতিমধ্যেই ৩২৫ কোটির গণ্ডি পেরিয়ে গেছে। বিশ্বে সেই ব্যবসার পরিমাণ ছাড়িয়েছে ৬৩৫ কোটির গণ্ডি। মনে করা হচ্ছে এই ছবি আজ ১৯ কোটি মতো ব্যবসা করবে যা গতকালের তুলনায় ২০-২৫ শতাংশ কম। তবে সেই পরিমাণও নেহাত কম নয়।

প্রসঙ্গত, গত সোমবার প্রথমবার মিডিয়ার মুখোমুখি হয় ছবির গোটা টিম। সেখানে কিং খান বলেন, ‘আমার শেষ ছবি ‘জিরো’ যখন মানুষের পছন্দ হল না, আমার মাথায় একটা অন্য চিন্তা এল। মানুষের হাবভাব দেখে আমার মনে হয়েছিল, হয়তো আর কখনও আমার ছবি ব্যবসা করতে পারবে না। মানুষের ভাল লাগবে না। আমার মনে হয়েছিল বিকল্প পেশা ভাবা উচিত আমার। হয়তো একটা রেস্তোরাঁ খোলা উচিত। সেই কথা মাথায় রেখে রান্নাও শিখেছিলাম। ইতালিয়ান বানানো শিখেছিলাম। কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই একই।’

(Feed Source: abplive.com)