বিরাটের অর্ধশতরানে আরসিবির জয়, দেখে নিন আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক

বিরাটের অর্ধশতরানে আরসিবির জয়, দেখে নিন আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক

মুম্বই: গুজরাতকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল আরসিবি। দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। অর্ধশতরান হার্দিক পাণ্ড্যর। আউট হয়ে রেগে কী করলেন ম্যাথু ওয়েড? দেখে নিন আজকের আইপিএল হাইলাইটস।

বিরাটের ৭৩, জয় আরসিবির

টস জিতে প্রথমে গুজরাত বোর্ডে তুলেছিল ১৬৮। অর্ধশতরান হাঁকিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। কিন্তু জয় পেল না গুজরাত। ১৬৯ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলা শুরু করেছিলেন ২ আরসিবি ওপেনার বিরাট ও ফাফ। রান রেট মাইনাসে। তাই যত দ্রুত সম্ভব রান তুলে ম্যাচ শেষ করাই লক্ষ্য ছিল। তাতে রান রেট কিছুটা যদি ভাল করা যায়। এই পরিস্থিতিতে অফফর্মের বিরাটের ব্যাটে রান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর প্রয়োজনের সময়ই জ্বলে উঠল কিং কোহলির ব্যাট। রানের খরা কাটিয়ে ৫৪ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেললেন বিরাট। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান প্রাক্তন আরসিবি অধিনায়ক। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ফাফ ডু প্লেসিও। রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূরণ করেছিলেন বিরাট। যদিও রশিদের বলেই স্ট্যাম্প আউট হয়ে ফিরে যান তিনি। ম্যাক্সওয়েল ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি।

আউট হয়ে রেগে গেলেন ওয়েড

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। শুভমন গিল আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ম্যাথু ওয়েড। ঘটনাটি ঘটে পাওয়ার প্লে-র শেষ ওভারে। সেই ওভারের দ্বিতীয় বলে গ্লেন ম্যাক্সওয়েলকে সুইপ মারতে যান বাঁহাতি ব্য়াটার। উইকেটের সামনে পা পড়ে যাওয়ায় ম্যাক্সওয়েল লেগবিফোরের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু তখনই রিভিউ নেন ওয়েড। তিনি নিশ্চিত ছিলেন যে বল তাঁর গ্লাভসে লেগেছে। কিন্তু পরে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তেও আউটই হন ওয়েড। মাঠেও বিস্মিত দেখায় ওয়েডকে। এরপর ড্রেসিংরুমে ফিরে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। ড্রেসিংরুমে ঢােকার পরই নিজের হেলমেট ছুড়ে ফেলেন। ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন বিভিন্ন জিনিসে। মুহূর্তেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

(Source: abplive.com)