অস্কারে বিনামূল্যে প্রবেশ মেলেনি রাজামৌলি ও টিম ‘আর আর আর’-এর, কত দাম ছিল টিকিটের?

অস্কারে বিনামূল্যে প্রবেশ মেলেনি রাজামৌলি ও টিম ‘আর আর আর’-এর, কত দাম ছিল টিকিটের?

নয়াদিল্লি: পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) ‘আর আর আর’ (RRR) একের পর এক রেকর্ড গড়েছে, ভেঙেছে। এবং সম্প্রতি ছবির গান ‘নাটু নাটু’ (Naatu Naatu) অস্কার (Oscars 2023) জেতার পর এই ছবির মুকুটে জুড়েছে বড় পালক। ‘বেস্ট অরিজিন্যাল সং’ (Best Original Song) বিভাগে অস্কার পেয়েছে এই গান। ছবির পরিচালক (Director), অভিনেতা (Actor), সঙ্গীত পরিচালক (Music Director), প্রমুখ অনেকেই লস অ্যাঞ্জেলসে উড়ে যান অস্কারে অংশ নেওয়ার জন্য। তবে শোনা যাচ্ছে, অনুষ্ঠানে প্রবেশের জন্য ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর (Academy Awards) তরফে বিনামূল্যে টিকিট দেওয়া হয়নি কলাকুশলীদের। অনুষ্ঠান দেখতে টাকা দিয়েই টিকিট কাটতে হয়েছিল না কি তাঁদের।

অস্কারের প্রতি টিকিটের দাম কত?

এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘নাটু নাটু’র সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্রবোস ও তাঁদের স্ত্রীদের অনুষ্ঠানে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়। কিন্তু ‘আর আর আর’ টিমের বাকিদের অনুষ্ঠানে প্রবেশের জন্য টাকা দিয়েই টিকিট কিনতে হয়। অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে একমাত্র যে বা যাঁরা পুরস্কার পাচ্ছেন এবং তাঁদের পরিবারকে অনুষ্ঠানে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়। বাকি সকল দর্শককেই টিকিট কিনে প্রবেশ করতে হয়।

এবারের অস্কারে ‘আর আর আর’ পরিচালক এস এস রাজামৌলি, তাঁর স্ত্রী রামা, ছেলে কার্তিকেয়া, পুত্রবধূ উপস্থিত ছিলেন। হাজির ছিলেন রাম চরণ, তাঁর স্ত্রী, জুনিয়র এনটিআর, তাঁর স্ত্রীও।

সূত্রের খবর অনুযায়ী, রাজামৌলি কেবল নিজের জন্য নয়, টিমের বাকিদেরও টিকিট কেনেন অস্কারের জন্য। একেকটি টিকিটের দাম প্রায় ২৫ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২০.৬ লক্ষ টাকা।

প্রসঙ্গত, অস্কার জিতে দেশের মাটিতে ফিরে এসেছে ছবির টিম। অভিনেতা রাম চরণ, গায়ক রাহুল সিপলিগঞ্জকে পুষ্পবৃষ্টি, ফুল, মালার মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানানো হয় হায়দরাবাদ বিমানবন্দরেই।

অস্কারের পর ফের নতুন রেকর্ড গড়েছে এস এস রাজমৌলির এই ম্যাগনাম ওপাস। সূত্রের খবর অনুযায়ী, জাপানে এবার সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে এই ছবি। গত ২১ অক্টোবর জাপানে মুক্তি পায় ‘আর আর আর’। জাপানের ৪৪টি শহরের ২০৯টি স্ক্রীন এবং ৩১টি আইম্যাক্সে রমরম করে চলছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। শোনা যাচ্ছে, এরইমধ্য়ে জাপানে ৮০ কোটির ব্য়বসা করে ফেলেছে ছবিটি।

(Feed Source: abplive.com)