আন্তর্জাতিক স্বীকৃতি অরিজিতের, রাম চরণের নতুন ছবির নাম প্রকাশ, বিনোদনের সারাদিন

আন্তর্জাতিক স্বীকৃতি অরিজিতের, রাম চরণের নতুন ছবির নাম প্রকাশ, বিনোদনের সারাদিন

কলকাতা: আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। রাম চরণের (Ram Charan) জন্মদিনে তাঁর নতুন ছবির নাম প্রকাশ পেল। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

প্রয়াত প্রবীণ অভিনেতা ইনোসেন্ট

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় মালয়লি অভিনেতা (Veteran Malayalam actor) ও প্রাক্তন লোকসভা সাংসদ (former Lok Sabha MP) ইনোসেন্ট (Innocent passed away)। চলতি মাসের শুরুতেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বয়স হয়েছিল ৭৫। সূত্রের খবর গতকাল কার্ডিওপালমোনারি সাপোর্টে ছিলেন অভিনেতা। যেখানে কৃত্রিমভাবে রুগীর শরীরে রক্ত পাম্প করা হয় এবং শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। হাসপাতালের তরফে বলা হয়েছে, ‘অভিনেতা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা ছিল, তাঁর মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে যায় যার ফলস্বরূপ হৃদযন্ত্রও স্তব্ধ হয়ে যায়।’

৫০ বছর পরে নতুন আঙ্গিকে ফিরছে ‘ব্যারিকেড’

বুধবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হতে চলেছে PLT-র নতুন নাটক ব্যারিকেড থেকে ব্যারিকেড। ৫০ বছর আগে জার্মানির পটভূমিতে ব্যারিকেড নাটকটি লিখেছিলেন উৎপল দত্ত। তাঁর জন্মদিবসে এবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা নতুন নাটক উপস্থাপন করবে পিপলস লিটল থিয়েটার। ৫০ বছর পর আবার মঞ্চে ফিরছে ব্যারিকেড। এবার নতুন আঙ্গিকে। ২৯ মার্চ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে পিপলস লিটল থিয়েটারের নতুন নাটক ব্যারিকেড থেকে ব্যারিকেড। ১৯৭২ সালে উৎপল দত্তের লেখা ফ্যাসিবাদ বিরোধী নাটক ব্যারিকেড মঞ্চস্থ করেছিল পিএলটি।

গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ২১ বছরের সদস্য

গ্রেফতার সলমন খানকে (Salman Khan)-কে হুমকি ই-মেল পাঠানো ব্যক্তি। রবিবার মুম্বই ও যোধপুর পুলিশের যৌথ উদ্য়োগে গ্রেফতার করা হয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ধাকড়রাম বিষ্ণোইকে। ওই ব্যক্তির বয়স মাত্র ২১ বছর। সলমনকে হুমকি ই মেল পাঠানো হয়েছিল গত ১৮ মার্চ। সেখানে লেখা হয়েছিল, ‘মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে।’ কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন। আপাতত মুম্বই পুলিশের হেফাজতে রয়েছে ওই ব্যক্তি।

রাম চরণের নতুন ছবির নাম প্রকাশ

দক্ষিণী অভিনেতা রামচরণের (Ram Charan) জন্মদিন। আর আজই বলিউড নায়িকা কিয়ারা আডবাণী (Kiara Advani)-র সঙ্গে নিজের নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। ছবিটির নাম হয়েছে ‘গেম চেঞ্জার’ (Game Changer)। সোশ্যাল মিডিয়ায় আজ ছবির একটি ট্রেলার শেয়ার করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। এই ছবির আগে নাম হওযার কথা ছিল ‘রুপিজ ১৫’ (Rs.15)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে ট্রেলারটি। সেখানে দেখা যাচ্ছে একটি চাকা ঘুরছে। শঙ্কর সনমুঘম (Shankar Shanmugham) পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায়।

 আলিয়ার উদ্দেশে ‘সেটেলমেন্ট ড্রাফট’, সমঝোতা চান নওয়াজ?

আইনি জটিলতায় বারে বারে শিরোনামে উঠে এসেছে অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির (Aaliya Siddiqui) সম্পর্ক। আর এবার এই মামলায় আলিয়ার অ্যাটর্নির উদ্দেশে একটি ‘সেটেলমেন্ট ড্রাফট’ (settlement draft) পাঠালেন নওয়াজের আইনজীবী। অভিনেতা তাঁর প্রাক্তন স্ত্রী ও তাঁর ভাইয়ের ওপর মোট ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করার পরেরদিনই এই ড্রাফট আসে। গত শনিবার রাতে আলিয়ার অ্যাটর্নি অভিনেতার অ্যাটর্নির থেকে এই ‘সেটেলমেন্ট ড্রাফট’ পেয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আমরা আলোচনা করার জন্য প্রস্তুত। আশা করি আগামী হিয়ারিং-এর আগে এর উত্তর আমরা পাব।’ তবে এই ড্রাফটের সময়সীমা ঠিক কতটা না নিয়ে এখনও সন্দেহ রয়েছে আলিয়ার অ্যাটর্নির। তবে তিনি জানিয়েছেন, দুজনের মধ্যে আলোচনা হলে আলিয়া যে মানহানির মামলা করেছেন তা তুলে নেওয়া যেতে পারে।

‘শিবপুর’ মুক্তির দিন প্রকাশ্যে

কালো রোদচশমায় ঢেকেছে চোখ। পুলিশ অফিসারের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর তাঁর পাশেই দাঁড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁর পরণে সাদা শাড়ি, জোড় করা হাত, চোখে মুখে বিহ্বলভাব। মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্য্যের (Arindam Bhattacharyya)-র নতুন ছবি শিবপুর (Shibpur)-এর পোস্টার। সেইসঙ্গে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির তারিখও। আগামী ৫ মে বড়পর্দায় মুক্তি পাবে এই থ্রিলার ছবিটি। অরিন্দমের এই থ্রিলারে পরমব্রত ও স্বস্তিকাকে ছাড়াও দেখা যাবে রজতাভ দত্ত (Rajatabha Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) ও রাজদীপ সরকারকে (Rajdeep Sarkar)।

‘এল ক্লাসিকো’য় অরিজিৎ সিংহের গান

সম্প্রতি ‘এফ সি বার্সেলোনা’র ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে (Camp Nou) অনুষ্ঠিত হয় রিয়েল মাদ্রিদ ও এফ সি বার্সালোনার (Real Madrid and FC Barcelona) মধ্যে ‘এল ক্লাসিকো’ (El Clasico) ম্যাচ। আর সেখানেই ডিজিট্যাল পেরিমিটার বোর্ডে হঠাৎ ভেসে ওঠে অরিজিৎ সিংহের গান। ভারতের প্রথম সারির অন্যতম সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ। পশ্চিমবঙ্গ তথা ভারতকে বারবার সম্মানিত, গর্বিত করতে তিনি পিছপা হন না। এবার ফের একবার তাঁর দৌলতে গর্বিত ভারত। কোনও ‘এল ক্লাসিকো’তে এই প্রথম বলিউডের গান চলল। গতকাল স্টেডিয়ামে উপস্থিত সমস্ত অনুরাগী তো বটেই, এমনকী গোটা দুনিয়া, মানুষ এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়। ম্যাচের মাঝে ‘বইরিয়া’ শোনেন তাঁরা।

নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিস অনুরাগীর

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর (Netflix) বিরুদ্ধে আইনি নোটিস (legal notice) পাঠালেন রাজনৈতিক বিশ্লেষক (political analyst) মিঠুন বিজয় কুমার (Mithun Vijay Kumar)। জনপ্রিয় সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’র (‘The Big Bang Theory’) একটি পর্ব নিয়ে অভিযোগ তাঁর। মিঠুন ওই অনুষ্ঠানটি স্ট্রিমিং পরিষেবা থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন যে ওই শোয়ের বিষয়বস্তু যৌনতা এবং দুর্ব্যবহারকে উৎসাহিত করছে।

হিরণের মন্তব্যের পাল্টা বনির জবাব

হিরণের টলিউডে দুর্নীতির বিস্ফোরক অভিযোগের জবাব দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর কথায়, ‘বিজেপি ছেড়েছেন বলেই আক্রমণ করা হচ্ছে আমাকে। বহুদিন গ্ল্যামার ওয়ার্ল্ডে নেই, তাই ক্যামেরার সামনে আসতে চাইছেন। নিজেও তো টলিউড ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তৃণমূলেও ছিলেন, তাহলে তিনিও কি দুর্নীতিগ্রস্ত?’ বিজেপি নেতা হিরণকে এভাবেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।

(Feed Source: abplive.com)