চেন্নাই বধ রাজস্থানের, একনজরে আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক

চেন্নাই বধ রাজস্থানের, একনজরে আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক

মুম্বই: আইপিএলে দুর্দান্ত জয় রাজস্থান রয়্যালসের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে জিতে গেল সঞ্জু স্যামসনের দল। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে খেলতে নামবে রাজস্থান। কাল মুম্বই-দিল্লি ম্যাচে মাঠে থাকতে পারেন বিরাট। দেখে নিন আজকের আইপিএল হাইলাইটস।

চেন্নাই বধ রাজস্থানের

রাজস্থানে বিরুদ্ধে ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন মঈন আলি। কিন্তু দলকে জয় এনে দিতে পারলেন না। প্রথমে ব্যাট করে সিএসকে ১৫০ রান বোর্ডে তুলেছিল। ১৫১ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তবুও একটা সময় ৫ উইকেট পড়ে গিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। দলের তারকা ব্যাটার জস বাটলার বেশ কিছু ম্যাচ ধরে রান পাচ্ছেন না। এদিনও পেলেন না। মাত্র ২ রান করে সিমরজিতের বলে ক্যাচ আউট হলেন স্লিপে। এরপর ১৫ রানে ফিরে গেলেন সঞ্জু স্যামসন। রান পাননি দেবদত্ত পড়িক্কল ও শিমরন হেটমায়েরও। তবে আগের ম্যাচে রান পাওয়া জশস্বী জয়সওয়াল এদিনও রুখে দাঁড়ালেন। ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন জয়সওয়াল। জয়সওয়াল ফিরে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। সেখান থেকেই দলকে টেনে তোলেন অশ্বিন ও রিয়ান পরাগ। বিশেষ করে অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার ছিলেন মারমুখি মেজাজে। শেষ পর্যন্ত ২৩ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অশ্বিনের সেলিব্রেশন ছিল চােখে পড়ার মতো। পরাগ ১০ রানে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে অশ্বিন ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান।

রোহিতের সমর্থনে মাঠে থাকতে পারেন বিরাট

নিজেদের কাজ সম্পূর্ণ। লিগ পর্যায়ে শেষ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে রয়েছে দল। নিজে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়ে গুজরাত টাইটান্সের(Gujrat Titans) বিরুদ্ধে দলকে জয় এনে দিয়েছেন। কিন্তু তবুও এখনও নিরাপদ নয় আরসিবির প্লে অফের সম্ভাবনা। তার অন্যতম কারণ রান রেট। পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকলেও রান রেটে এখনও নেগেটিভেই রয়েছে ফাফ ডু প্লেসির দল। তাদের ভাগ্য পুরোটাই নির্ভর করছে দিল্লি বনাম মুম্বই ম্যাচের ওপর। আগামীকাল সেই ম্যাচে মুম্বই যদি জিতে যায়, তবেই একমাত্র আরসিবি প্লে অফে উঠতে পারবে। আর তাই এবার রোহিত শর্মার দলের হয়ে গলা ফাটাতে মাঠে উপস্থিত থাকতে পারেন বিরাট কোহলি। আগামীকাল ওয়াংখেড়ের স্ট্যান্ডে দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে, সূত্র মারফৎ এমনই জানা যাচ্ছে।

কলকাতায় রাহুল, গম্ভীররা

প্লে-অফ খেলতে কলকাতায় এসে পৌঁছল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Supergiants)। তবে, এদিন অনুশীলনে নামছেন না লোকেশ রাহুলরা। এদিন বিমানবন্দরে পুরো লখনউ সুপারজায়ান্টস টিম পৌঁছতেই টিম বাসে করে তাঁদের স্থানীয় পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। টিম বাসে গম্ভীর, রাহুলদের দেখা গিয়েছে।

আগামী মরসুমেও সিএসকের অধিনায়ক ধোনি

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচের আগে টসের সময় উস্থাপক ইয়ান বিশপ ধোনিকে প্রশ্ন করেছিলেন যে আইপিএলে আর কী খেলবেন না কি ধোনি। সেই প্রশ্নরে উত্তরে সরাসরি কিছু না বললেনও ধোনি জানান, ”আমি আগামীতে আইপিএল খেলব কি না, তা সময়ই বলবে। কিন্তু আমি মনে করি যে চেন্নাই সমর্থকদের সামনে যদি আইপিএলকে বিদায় না জানাই, তাহলে তা তাঁদের জন্য ভীষণ খারাপ হবে। তাঁদের প্রতি অবিচার করা হবে।”

(Source: abplive.com)