ধোনির অবসরের পরেই উন্নতি করেছেন পন্থ, দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ধোনির অবসরের পরেই উন্নতি করেছেন পন্থ, দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনার পর এখনও ফিট হননি ঋষভ পন্থ (Rishabh Pant)। চোটের কারণে এ বছরের আইপিএলে (IPL 2023) খেলতে পারবেন না। পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) নেতৃত্ব দেওয়ার দায়ধার ডেভিড ওয়ার্নারকে দেওয়া হয়েছে। ক্যাপিটালসের ডিরক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মেনে নিচ্ছেন যে পন্থের মতো তারকার অভাব পূরণ করা একেবারেই সম্ভব নয়।

ধোনির অবসরে পন্থের উন্নতি

সাংবাদিক সম্মেলনে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘দল যে ঋষভ পন্থকে মিস করবে, সেটা আলাদাভাবে আর বলার প্রয়োজন হয় না। তবে এটা কিন্তু অন্যদের কাছে একটা সুযোগ বটে। আমরা ওকে এই মরসুমের জন্য মিস করবই। আর সত্যি বলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মতো ক্রিকেটারদের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়। সব ভাল ভাল খেলোয়াড়রা ইতিমধ্যেই তো কোন না কোন দলের অঙ্গ।’

সৌরভ পন্থ ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) উদাহরণ টেনে আরও যোগ করেন, ‘এই পরিস্থিতিটাকে আমি অন্য কারুর সুযোগ হিসাবেই দেখছি। নিজের উন্নতি করার এটা একটা বিরাট সুযোগ। এমএস ধোনি খেলা ছাড়ার পরই তো ঋষভ আরও উন্নতি করে। এভাবেই বড় বড় খেলোয়াড়রা তৈরি হয়। গিল, রুতুরাও তো এভাবেই সুযোগ পেয়ে দিন দিন উন্নতি করছে। তাই এটা অন্য কারুর কাছে নিজের উন্নতির করার একটা সুযোগই বটে। ঋষভকে আমরা মিস করবই, কিন্তু এখন ওর চোট সারিয়ে ফিরে আসাা সবথেকে গুরুত্বপূর্ণ।’

মাঠে ফিরছেন পন্থ

ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের হয়ে খেলতে না পারলেও, ক্যাপিটালসকে সমর্থন জানাতে যে তিনি ঘরের ম্যাচগুলিতে কোটলায় থাকার চেষ্টা করবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পন্থ। যেমন কথা তেমনই কাজ। মঙ্গলবার যে পন্থ সশরীরে কোটলায় উপস্থিত থাকবেন, সে কথা দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সোমবারই জানিয়ে দেওয়া হল।

দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব রজন মনচন্দা (Rajan Manchanda) পন্থের কোটলায় উপস্থিতির কথা ঘোষণা করে জানান, ‘আমাদের সমর্থকদের জন্য সুখবর। চোট থাকা সত্ত্বেও ঋষভ পন্থ ওর দলকে সমর্থন জানাতে আসছে। ও দিল্লির তারকা। আশা করছি উপস্থিত সমর্থকরা সকলেই করতালির মাধ্যমে ওকে স্বাগত জানাবেন।’ প্রসঙ্গত, ৩০ মার্চ দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছিলেন দিল্লি ক্রিকেট সংস্থা পন্থকে স্বাগত জানাতে তৈরি। তিনি যদি মাঠে তাঁর দলের হয়ে গলা ফাটাতে আসতে চান, তাহলে পন্থ অবশ্যই আসতে পারেন এবং তার জন্য় একটি বিশেষ ব়্যাম্প তৈরি করা হবে বলেও জানানো হয়েছে।

(Feed Source: abplive.com)