”অপরাধীরা গরাদের ভিতরে যাবে”, রিষড়ায় বার্তা রাজ্যপালের

”অপরাধীরা গরাদের ভিতরে যাবে”, রিষড়ায় বার্তা রাজ্যপালের

 আবীর দত্ত, রিষড়া : উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই রিষড়ায় গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose  )। রিষড়াকাণ্ডে ( Rishra ) কড়া বার্তা দিয়েছেন তিনি। রিষড়ায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কথা বলেন কমিশনার অফ পুলিশের সঙ্গে। তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”অপরাধীরা গরাদের ভিতরে যাবে”।

প্রথমে রাজ্যপাল যান রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, DIG বর্ধমান রেঞ্জ শ্যাম সিং। তাঁদের থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান রাজ্যপাল। স্টেশন লাগোয়া চত্বর, যেখান থেকে সোমবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল, সেই জায়গাতেও যান সিভি আনন্দ বোস। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

‘রাজনীতির অপরাধীকরণ চলছে’
রাজ্যপাল বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। যারা শান্তিভঙ্গ করেছে, তাদের বরদাস্ত নয়। শান্তিপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির অপরাধীকরণ চলছে। এবার তার শেষ হওয়া প্রয়োজন’।

‘অপরাধীরা গরাদের ভিতরে যাবে’
রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেথে তাঁর বার্তা, ‘সবাইকে একসঙ্গে হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে। ব্রেক ইন্ডিয়া ব্রিগেড প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে। একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে। শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের ভিতরে যাবে’ রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সাধারণ মানুষের সঙ্গে রাজ্যপাল
তারপর সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল । তাঁদের অভিযোগ, অভিজ্ঞতার কথা শোনেন তিনি। তিনি এবিপি আনন্দর সামনে প্রতিক্রিয়ায় বলেন, জিও আউর জিনে দো !

‘অশান্তির ঘটনা আমরা জানি’
দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় তড়িঘড়ি মঙ্গলবার ফেরেন রাজ্যপাল। ফিরেই তাঁর মন্তব্য ‘ গত কয়েকদিন ধরে চলা অশান্তির ঘটনা আমরা জানি। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়। যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব।’  রিষড়াকাণ্ডে বার্তা রাজ্যপালের ( C V Ananda Bose )।

দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। রিষড়াকাণ্ডের জেরেই সফর কাটছাঁট রাজ্যপালের। বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের । কিন্তু রিষড়াকাণ্ডের জেরে কর্মসূচি বাতিল করে শহরে ফিরেছেন রাজ্যপাল।

এর আগেও অশান্তি নিয়ে কড়া বিবৃতি দিয়েছিল রাজভবন। হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর রাজভবন বিবৃতি দিয়ে বলেন, হাওড়ার পরিস্থিতি পর্যালোচনার জন্য় রাজ্য়পাল ও মুখ্য়মন্ত্রীর (Mamata Banerjee) মধ্য়ে কথা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতীদের  পরিবারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার জন্য় রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্য়পাল।

(Feed Source: abplive.com)