আগুনের ফোয়ারা, ধোঁয়ার মেঘ, বরফের বুক চিরে আচমকাই ফুঁসে উঠল আগ্নেয়গিরি

আগুনের ফোয়ারা, ধোঁয়ার মেঘ, বরফের বুক চিরে আচমকাই ফুঁসে উঠল আগ্নেয়গিরি

নয়দিল্লি: যতদূর চোখ যায়, নজরে পড়ে শ্বেত-শুভ্র তুষার। তার মধ্যেই কালো ধোঁয়ার কুণ্ডলী। মেঘের আকারে জমে রয়েছে আকাশে। মঙ্গলবার এমনই দৃশ্য সামনে এল রাশিয়া থেকে (Russia Volcano)। কোনও দুর্ঘটনা বা অতিপ্রাকৃত ঘটনা নয়, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের জেরেই আকাশ ধোঁয়ায় ছেয়ে গেল সেখানে। সেই দৃশ্য ক্য়ামেরাবন্দি (Viral Video) হয়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় (Volcanic Eruptions)।

সক্রিয় আগ্নেয়গিরি শিভলুচ থেকে গলিত লাভা ছিটকে বেরোতে শুরু করে

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি শিভলুচ থেকে গলিত লাভা ছিটকে বেরোতে শুরু করেছে। মঙ্গলবার সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অগ্ন্যুৎপাতের তীব্রতা এতটাই বেশি যে, ছাই, পাথর ছিটকে বেরোচ্ছে চারিদিকে। জ্বালামুখ থেকে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিক্ষিপ্ত হচ্ছে সেগুলি। এ দিন সকাল থেকে তাতে তটস্থ এলাকাবাসী। পুলিশ এবং প্রশাসন সতর্ক রয়েছে।

কামচাটকা ভলক্যানিক রেসপন্স টিমের তরফে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকা দিয়ে বিমান, হেলিকপ্টারের উড়ান বন্ধ রয়েছে আপাতত। যখন তখন ছাই, পাথর ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যাচ্ছে বলে জানা গিয়েছে। তাই আন্তর্জাতিক, অন্তর্দেশীয় এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানের উড়ান বন্ধ রাখার সিদ্

ান্ত গৃহীত হয়েছে আপাতত।

রাশিয়ান অ্যাকাডেমি অফ সান্সেস-এর কানচাটকা ব্রাঞ্চ অফ জিওফিজিক্যাল সার্ভে জানিয়েছে, পশ্চিম দেখে দক্ষিণের অংশ ছাই এবং ধোঁয়ার মেঘে ঢাকা। পশ্চিমের ৪০০ এবং দক্ষিণের ২৭০ কিলোমিটার এলাকা ছেয়ে গিয়েছে ওই কালো ধোঁয়ায়। যত সময় গড়াবে, এই ধোঁয়া আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সোশ্যাল মি়ডিয়ায় টপকরো টুকরো দৃশ্য উঠে এসেছে, তাতে ছাইয়ের স্তূপে ঢাকা পড়েছে শহরের পর শহর।

সকালে সাড়ে ৬টা নাগাদ অগ্ন্যুৎপাত ভয়াবহ আকার ধারণ করে

অগ্ন্যুৎপাত ভয়াবহ আকার ধারণ করায়, আশেপাশের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাড়ে ৬টা নাগাদ অগ্ন্যুৎপাত ভয়াবহ আকার ধারণ করে। সেই থেকে জরুরি পরিষেবা, উদ্ধারকারী দল সব তৈরি রয়েছে। তবে অগ্ন্যুৎপাতের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বহু মানুষ অন্যত্র সরে যেতেও শুরু করেছেন বলে খবর।

(Feed Source: abplive.com)