সল্টলেক থেকে হাওড়া ময়দান, পূর্ণাঙ্গ রেল পরিষেবা কবে থেকে, মিলল উত্তর

সল্টলেক থেকে হাওড়া ময়দান, পূর্ণাঙ্গ রেল পরিষেবা কবে থেকে, মিলল উত্তর

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দিন চারেক আগেই, গঙ্গার নীচ দিয়ে সফলভাবে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক মুভমেন্ট টেস্ট রান (East West Metro)। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর বিষয়ে আশাপ্রকাশ করেছে রেল। কিন্তু প্রশ্ন উঠছিল, সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত, ইস্ট ওয়েস্ট মেট্রোর পূর্ণাঙ্গ পরিষেবা (Kolkata Metro Services) চালু হবে কবে? অবশেষে সেই উত্তর মিলল রবিবার (Kolkata News)।

মেট্রোয় যুক্ত হয়ে যাবে গঙ্গাপাড়ের টুইন সিটি কলকাতা ও হাওড়া

২০২৪-এর মে-জুন মাসের মধ্যে সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে জানালেন রেল বোর্ডের এক সদস্য। অর্থাৎ আর ১ বছর ২-৩ মাস পরে সল্টলেক থেকে মেট্রোয় চেপে গঙ্গার নীচ দিয়ে একেবারে পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। মেট্রোয় যুক্ত হয়ে যাবে গঙ্গাপাড়ের টুইন সিটি কলকাতা ও হাওড়া।

রেল বোর্ডের পরিকাঠামো বিভাগের সদস্য রূপ এন শঙ্কর বলেন, “বউবাজারের যে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চলছে, তা শেষ হবে ডিসেম্বরের মধ্যে।তারপর যাত্রী পরিষেবা চালু করা যাবে তার ৫-৬ মাসের মধ্যে…।”

ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ইতিমধ্যেই মেট্রো পরিষেবা শুরু হয়েছে। অন্য দিকে, চলতি বছরের শেষে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা শুরুর বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। মাঝে বাকি রয়েছে শুধুমাত্র শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের অংশ। এই অংশের মধ্যেই রয়েছে বউবাজার, যেখানে মেট্রোর কাজের জেরে মাটি ধসের ফলে ফাটল ধরে একাধিক বাড়িতে।

তিন বার বিপর্যয়ের জেরে থমকে যায় মেট্রো রেলের কাজ

এক-দু’বার নয়, তিন বার এমনই বিপর্যয়ের জেরে থমকে যায় মেট্রো রেলের কাজ। সম্প্রতি সেই কাজ ফের শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর তা হয়ে গেলেই, ট্রায়াল রান শুরু হবে। তার পর চূড়ান্ত ছাড়পত্র মিললেই শুরু হয়ে যাবে মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা।

অতি সম্প্রতিই গঙ্গার নীচ দিয়ে সফলভাবে শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক মুভমেন্ট টেস্ট রান। ট্রায়াল রান চলবে সাত মাস। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা আশাবাদী, মেট্রো কর্তারা। গঙ্গার নীচ দিয়ে প্রথমবার দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। ইতিমধ্যেই শেষ হয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ।  বউবাজারের কাজ পুরোপুরি শেষ না হওযায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

(Feed Source: abplive.com)