ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে সতর্কতা জারি, প্রভাব পড়তে পারে দেশের অনেক জায়গায়

হতে পারে ‘ফণী’র মতোই বিধ্বংসী, ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে সতর্কতা জারি, প্রভাব পড়তে পারে দেশের অনেক জায়গায়

ভুবনেশ্বর: বঙ্গোপসারে ফের মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। নিম্নচাপ  মে মাসের দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে। ক্রমে তা শক্তি বাড়িয়ে সমতলে ঘূর্ণিঝড় ‘মোকা’ আছড়ে পড়তে পারে বলে আগাম সতর্ক করল আবহাওয়া দফতর Cyclone Mocha)। ওড়িশার পাশাপাশি বাংলার উপরও এর প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। তাতে আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Weather Updates)।

বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মোকা’

ওড়িশা সরকার সূত্রে খবর, সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন নবীন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি রাজ্য বিপর্য়য় মোকাবিলা বাহিনী এবং দমকল বিভাগকেও তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে এখন থেকেই নিরাপদ দূরত্বে স্থানীয় মানুষ জনকে সরিয়ে নিয়ে যেতে হবে বলেও পরামর্শ দিয়েছেন নবীন। ত্রাণকার্য এবং পুনর্বাসন নিয়েও এখন থেকে পরিকল্পনা সেরে রাখতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ফণী, ২০২০ সালের আমফান, ২০২১ সালের ইয়াসও ছিল। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে ‘মোকা’র মিল থাকতে পারে বলে আশঙ্কা আবহবিদরা। তার জন্য এখন থেকেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৭ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। তবে বাংলায় এর প্রভাব কতটা হবে, তা নিয়ে এখনই পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি।

ঘূর্ণিঝড় ‘মোকা’র নামকরণ হল যে ভাবে

তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম কেন ‘মোকা’ রাখা হল তা নিয়ে বিশদ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ‘মোকা’ শব্দটি এসেছে ইয়েমেনে ব্যবহৃত শব্দ Mokka থেকে। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনে ‘মোকা’ নামের একটি সমুদ্রবন্দর রয়েছে। সেই অনুসারেই নাম রাখা হয়েছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। ভারত-সহ এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ইয়েমেন, কাতার, ইরান, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, তাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি।

নিয়ম অনুযায়ী, প্রতি বছর এই ১৩টি দেশ থেকে ঘূর্ণিঝড়ের নাম সুপারিশ করা হয়। এমন ১৬৯টি নাম জমা পড়ে প্রতি বছর। ইংরেজিতে নামের হরফ ধরে, ক্রমানুযায়ী পালা আসে প্রত্যেক দেশের। এর পর যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, তার নাম হবে ‘বিপর্যর’, যার সুপারিশ করেছে বাংলাদেশ।

তবে ঘূর্ণিঝড় ‘মোকা’র পাশাপাশি তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ‘মাণ্ডুস’-এর প্রকোপও মাথাচাড়া দিচ্ছে। ‘মাণ্ডুস’ নামটি রেখেছে সংযুক্ত আরব আমিরশাহি, স্থানীয় ভাষায় যার অর্থ হল সিন্দুকভর্তি ধনরাশি।

(Feed Source: abplive.com)