বোনের হাত দিয়ে লিখে উচ্চ মাধ্যমিকে বাজিমাত স্পেশাল চাইল্ড শাশ্বতর

বোনের হাত দিয়ে লিখে উচ্চ মাধ্যমিকে বাজিমাত স্পেশাল চাইল্ড শাশ্বতর

শুভজি‍ৎ ঘোষ, আরামবাগ,হুগলি : স্পেশাল চাইল্ড হয়েও রাইটার নিয়ে পরীক্ষা দিয়ে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখল হুগলির আরামবাগ ২নং ওয়ার্ডের শ্রীপল্লীর শাশ্বত হাজরা। সে এবার আরামবাগ হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ৩৫৮ নম্বর পেয়েছে। কিন্তু শাশ্বত ভালভাবে লিখতে পারত না। কথা বলার মধ্যেও আলাদা একটা জড়তা রয়েছে। তাই কীভাবে সে উচ্চ মাধ্যমিক পাশ করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তার বাবা-মা প্রীতিদীপ্ত হাজরা ও অনিন্দিতা হাজরা। তখনই তাঁদের পাশে দাঁড়ান তাঁদের গৃহশিক্ষক বিদ্যুৎ বসু।

বিদ্যুৎবাবু উচ্চ মাধ্যমিক কাউন্সিলে যোগাযোগ করে বোন অদিতিকে দাদা শাশ্বতর রাইটার হিসেবে ব্যবহারের ব্যবস্থা করে দেন। এর জন্য বিদ্যুৎবাবু বাড়িতেই দাদা ও বোনের মধ্যে বোঝাপড়ার ব্যাপারে বেশ কয়েক মাস ধরে প্রশিক্ষণ দিয়েছিলেন। এখন শাশ্বত আশানুরূপ রেজাল্ট করায় খুশি পরিবারের সকলেই।

অদিতি জানায় দাদার পাশে দাঁড়াতে পেরে ভীষণভাবে খুশি। দাদা কথা না বলতে পারার জন্য গৃহশিক্ষক পাশে দাঁড়ান। পরীক্ষার সময় দাদা বললে তো আর আমি রাইটার হিসেবে লিখতাম। পরবর্তীতে তো এভাবেই সাহায্য করব।

পরিবারের সদস্যরা জানান ছোট থেকেই সমস্যা থাকলেও পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গৃহশিক্ষক এবং তার মেয়ের জন্য অনেকটাই সাহায্য পেয়েছে। তার এই রেজাল্টে বেজায় খুশি বলে জানিয়েছেন।

অন্যদিকে গিয়ে গৃহশিক্ষক বিদ্যুৎবাবু জানান উচ্চ মাধ্যমিক কাউন্সিলের আগে এক ছাত্রীর সমস্যা হয়েছিল তাই পুরো বিষয়টি জানা থাকার কারণে দ্রুত সমাধান নয়। শিক্ষা পর্ষদের নিয়ম মেনে তার বোনকে এবং শাশ্বতকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। তার রেজাল্টের ভীষণভাবে খুশি বিদ্যুৎ বাবু।

(Feed Source: news18.com)