ভারতের প্রথম বিশ্বজয়ের ৪০ বছর পূর্তি,গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য একজায়গায় নায়করা

ভারতের প্রথম বিশ্বজয়ের ৪০ বছর পূর্তি,গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য একজায়গায় নায়করা

কলকাতা: দেখতে দেখতে ৪০ বছর পার। ১৯৮৩ সালের ২৫ জুন বিশ্ব ক্রিকেটে প্রথমবার বিজয় পতাকা উড়িয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কার্যত অসাধ্য সাধন করে ৮৩-র একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রবল শক্তিধর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তৎকালীন টিম ইন্ডিয়া। আগামিতে যে বিশ্ব ক্রিকেটকে এক প্রকার শাসন করবে ভারত তার ভিত ১৯৮৩-র লর্ডসে তৈরি করেছিল কপিল দেবের নেতৃত্বাধীন দল। আজ চার দশক পর ভারতের প্রথম বিশ্বজয়ের সেলিব্রেশনে মাততে তৈরি কপিল দেব, সুনীল গাভাসকর, সন্দীপ পাতিল, রজার বিনিরা।

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সুনীল গাভাসকর। যেখানে দেখা গিয়েছে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যরা সকলে এক জায়গায় হয়েছেন। কপিল দেব, রজার বিনি, কৃষ্ণামাচারি শ্রীকান্ত, মহিন্দর অমরনাথ, সৈয়দ কিরমানি, সন্দীপ পাতিল, ইয়াশপাল শর্মা রয়েছেন সকলেই। ছবিতে এবারে সামনে রয়েছেন সুনীল গাভাসকরষ ছবি শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, ”৮৩-র ছেলেরা একত্রিত হয়েছেন বিশ্বকাপ জয়ের ৪০ তম বর্ষপূর্তি সেলিব্রেশন করা জন্য “।

(Feed Source: news18.com)