ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তি নয়! নোটিস বিতর্কে ক্ষমাপ্রার্থনা লরেটো কলেজের

ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তি নয়! নোটিস বিতর্কে ক্ষমাপ্রার্থনা লরেটো কলেজের

কলকাতা: এবিপি আনন্দের খবরের জের, নোটিস-বিতর্কে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা লরেটো কলেজের (Loreto College)। উচ্চমাধ্যমিকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তি নয় বলে নোটিস দেওয়া হয় কলেজে। লরেটো কলেজের স্নাতক স্তরে ভর্তির সেই নোটিস ঘিরে বিতর্ক তৈরি হয়। চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা লরেটো কলেজের। ঘটনা নিয়ে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা তলব কলকাতা বিশ্ববিদ্যালয়ের। যথাযথ ব্যাখ্য়া দিতে পারেননি অধ্যক্ষ, এমনই খবর সূত্রের (Kolkata News)।

বিজ্ঞপ্তি বিতর্কে মঙ্গলবার নিঃশর্ত ক্ষমা চাইলেন লরেটো ক্রতৃপক্ষ। এদিনই অধ্যক্ষকে ডেকে পাঠানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে লরেটোর অধ্যক্ষকে। তার আগেই নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়া হল। কলেজের ওয়েবসাইটেও ক্ষমাপ্রার্থনা করা হয়েছে। বলা হয়েছে, যে ঘটনা ঘটেছে, তার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া হচ্ছে। এ রাজ্যের মানুষকে অঘাত করা কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল না। যে নোটিস ঘিরে বিতর্ক, সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

উচ্চমাধ্যমিক স্তরে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা না করলে ভর্তি নেওয়া হবে না। পার্ক স্ট্রিটের লরেটো কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরে মাথাচাড়া দেয় বিতর্ক। মেধার পরিবর্তে ভাষা কেন ভর্তির মানদণ্ড হবে, ওঠে প্রশ্ন। সমালোচনার মুখে পড়ে গতকালই পিছু হঠেন কলেজ কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয় লরেটো কলেজের তরফে। এবার ক্ষমা চাওয়া হল।

লরেটো কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মিশনারি কলেজ। সেখানে বাংলা বা অন্য কোনও আঞ্চলি ভাষার স্কুলে পড়াশোনা না থাকলে ভর্তি হওয়া যাবে না, এমনকি আবেদনও করা যাবে না বলে বিজ্ঞপ্তি দেওয়ায় বিতর্ক শুরু হতে দেরি হয়নি। মেধা এবং নম্বরের পরিবর্তে পঠনপাঠনের মাধ্যম কেন কলেজে ভর্তির মানদণ্ড? প্রশ্ন তোলেন শিক্ষাবিদদের একাংশ। সমালোচনার মুখে পড়ে তৎপর হন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আঞ্চলিক ভাষার বিষয়ে সংখ্যালঘু কলেজের কোনও নির্দিষ্ট নিয়ম রয়েছে কি? সূত্রের খবর, লরেটো কলেজে অধ্যক্ষের কাছে এ নিয়ে ব্য়াখ্যা তলব করেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যথাযথ ব্যাখ্যা দিতে না পারায় জানিয়ে দেওয়া হয়, এই নিয়ম রাখা যাবে না। চাপের মুখে পড়ে শেষমেশ এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিলেন লরেটো কলেজ কর্তৃপক্ষ।

(Feed Source: abplive.com)