নীল প্রজাপতি ও ভালবাসা রেখে গিয়েছিলেন সুশান্ত, অনুরণন ঘটালেন কৃতী, মনের কোণে আজও প্রাক্তন!

নীল প্রজাপতি ও ভালবাসা রেখে গিয়েছিলেন সুশান্ত, অনুরণন ঘটালেন কৃতী, মনের কোণে আজও প্রাক্তন!

মুম্বই: মাত্র ন’বছর হল পা রেখেছেন বিনোদন জগতে। তার মধ্যেই নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলতে পেরেছেন তিনি। অভিনয় থেকে এবার প্রয়োজনায় পা রাখছেন অভিনেত্রী কৃতী স্যানন (Kriti Sanon)। নিজের প্রযোজনা সংস্থা ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’-এর সূচনা করলেন তিনি। কৃতীর এই ঘোষণা সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়, তবে তা যত না অভিনেত্রীর নয়া উড়ানের জন্য, তার চেয়েও বেশি প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের জন্য। কারণ কৃতীর প্রযোজনা সংস্থার সঙ্গে প্রয়াত অভিনেতার সংযোগ খুঁজে পাচ্ছেন অনুরাগীরা (Sushant Singh Rajput)।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রযোজনা সংস্থা খোলার ঘোষণা করেন কৃতী। লেখেন, ‘গিয়ার পাল্টানোর সময় এসে গিয়েছে। মায়াজড়ানো এই দুনিয়ায় স্বপ্নকে ছুঁয়ে দেখছি ন’বছর হল। ছোট ছোট পয়ে এগিয়েছি, শিখেছি, পাল্টেছি নিজেকে এবং আজকের এই অভিনেত্রী হতে পেরেছি। ছবি তৈরির প্রত্যেকটি দিক ভালবাসি আমি। এখন আরও অনেক কিছু করার, শেখার এবং আমার ও আপনার মন ছুঁয়ে যাওয়া গল্প বলার সময় এসেছে। সতত নিজেকে বিকশিত করাতে, নিজেকে আরও উন্নততর করে তোলাই লক্ষ্য’।

নিজের প্রযোজনা সংস্থা সম্পর্কে কৃতী লেখেন, ‘মনে অনেক আশা এবং স্বপ্ন নিয়ে ব্লু বাটারফ্লাই ফিল্মসের সূচনা করছি’। তাঁর প্রযোজনা সংস্থার এই নামের সঙ্গেই সুশান্তের সংযোগ খুঁজে পেয়েছেন অনেকে। কারণ জীবিত থাকাকালীন সোশ্য়াল মিডিয়ায় নিজের পোস্টে প্রায়শই নীল রংয়ের প্রজাপতির ছবি এবং ইমোটিকন ব্যবহার করতেন সুশান্ত।  তার কারণ হিসেবে সুশান্তের ব্যাখ্যা ছিল, ‘নীল প্রজাপতি আমার-আপনার উত্থান, ভবিতব্য এবং অনুরণনকে বোঝায়…এর মাধ্যমে পরস্পরকে অনুভব করতে পারি আমরা। আমি আঙুল চালাচ্ছি, হাসি ফুটছে আপনার মুখে। অর্থাৎ ভালবাসা অনুরণিত হচ্ছে’।

নীল প্রজাপতির যে ইমোটিকন ব্যবহার করতেন সুশান্ত, তার ব্যবহার চোখে পড়েছে কৃতীর পোস্টেও। তাতেই দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন সুশান্ত এবং কৃতীর অনুরাগীরা। তাঁদের মতে, কৃতীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সুশান্তের স্মৃতি জড়িয়ে। কৃতী সুশান্তকে বাঁচিয়ে রাখছেন বলেও মত অনেকের। তবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি কৃতী। প্রযোজনা সংস্থার নামের নেপথ্যকাহিনীও খোলসা করেননি।

‘রাবতা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সুশান্ত এবং কৃতী। সেই সূত্রেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বলে শোনা যায়। এমনকি কৃতীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই দীর্ঘদিনের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্তের সম্পর্কে ছেদ পড়ে বলে একসময় জোর গুঞ্জন ছিল মায়ানগরীতে। তার পর আরবসাগর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কৃতীর সঙ্গেও সুশান্তের সেই ঘনিষ্ঠতা দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু সুশান্ত আত্মঘাতী হওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি কৃতী। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের সবটুকু অনুভূতি প্রকাশ করে দিয়েছেন। আজও মৃত্যুবার্ষিকীতে সুশান্তকে নিয়ে আবেগতাড়িত বার্তা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। প্রযোজনা সংস্থার নামকরণের নেপথ্য়েও সুশান্তের স্মৃতি কাজ করছে বলে তাই ধারণা জন্মেছে তাঁদের অনুরাগীদের মধ্যে।

নিজের প্রযোজনা সংস্থার প্রথম কাজের কথাও ঘোষণা করেছেন কৃতী। কাজলের সঙ্গে ‘দো পত্তি’ নামের একটি প্রজেক্টের ঘোষণাা করেছে, যা নেটফ্লিক্সে দেখা যাবে। এর আগে ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন কৃতী এবং কাজল। নিজের প্রযোজনা সংস্থার প্রথম কাজের জন্য চিত্রনাট্যকার কণিকা ধিলোঁকে বেছে নিয়েছেন কৃতী।

(Feed Source: abplive.com)