শেষ ওভারে রিভার্স স্যুইপ! অভিষেক টেস্টে যশস্বীর ডাকাবুকো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ

শেষ ওভারে রিভার্স স্যুইপ! অভিষেক টেস্টে যশস্বীর ডাকাবুকো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ

সন্দীপ সরকার, কলকাতা: বহুদিনের লালিত স্বপ্নপূরণ। ছাত্রের অভিষেক হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। আর সেই মাহেন্দ্রক্ষণে ম্যাচ দেখা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছিল জ্বালা সিংহের (Jwala Singh)!

পরিচয় করিয়ে দেওয়া যাক। জ্বালা উইন্ডসর পার্কে অভিষেক ঘটানো যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ব্যক্তিগত কোচ। মুম্বইয়ে যাঁর হাত ধরে উত্থান বাঁহাতি তারকার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের ইনিংস ওপেন করেছেন। প্রথম দিনের শেষে ৪০ রানে অপরাজিত যশস্বী। গোটা দেশ তাঁর সেঞ্চুরির প্রার্থনা করছে।

জ্বালাও রয়েছেন সেই তালিকায়। ক্রিকেট অ্যাকাডেমির কাজে যিনি লন্ডনে গিয়েছেন। সেখান থেকে ফোনে এবিপি লাইভকে বলছিলেন, ‘এখানে খেলাটা দেখব কীভাবে চিন্তায় পড়ে গিয়েছিলাম। শেষে মোবাইল ফোনে জিও সিনেমায় খেলা দেখলাম।’

আলজারি জোসেফের বলে আপার কাট মেরে বল বাউন্ডারিতে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান যশস্বীর। দিনের শেষ ওভারে স্পিনার জ়োমেল ওয়ারিকানের বলে রিভার্স স্যুইপে বাউন্ডারি। যেখানে নবাগত যে কেউই চাইবে নিরাপদে শেষ ওভারটা খেলে দিয়ে অপরাজিত তকমা নিয়ে ড্রেসিংরুমে ফিরতে, সেখানে ভয়ডরহীন ব্যাটিংয়ে নজর কাড়লেন যশস্বী।

এরকম ডাকাবুকো মানসিকতা পেলেন কোথা থেকে? যশস্বীর শৈশবের কোচ জ্বালা বলছেন, ‘একটা সময় ছিল যখন রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করলে জাতীয় দলে সুযোগ পাওয়া যেত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। এখন ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি সব উঠতি ক্রিকেটারেরা আইপিএলেও খেলছে। যেখানে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। কানায় কানায় উপচে পড়া স্টেডিয়ামে খেলা হয়। ফলে চাপ সামলানোর দক্ষতা ওদের তৈরিই হয়ে থাকে। যশস্বীর ব্যাটিংয়েও সেই ছাপ পড়েছে।’

জ্বালা আরও বললেন, ‘ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছে যশস্বী। প্রথম শ্রেণির ক্রিকেটে আশির ওপর ব্যাটিং গড়। সেই আত্মবিশ্বাস ওর ব্যাটিংয়েও প্রতিফলিত হচ্ছে।’

টিম ম্যানেজমেন্ট থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, অভিষেক হবে যশস্বীর। খেলবেন ওপেনার হিসাবে। রোহিত এ-ও বলেছিলেন যে, বাঁহাতি ব্যাটারের খোঁজে ছিলেন তাঁরা। যশস্বীর মধ্যে সেই জায়গাটা নেওয়ার সম্ভাবনা রয়েছে। অধিনায়কের আস্থা কি বাড়তি অক্সিজেন দিচ্ছে যশস্বীকে?

জ্বালা বলছেন, ‘অবশ্যই। রোহিত বরাবরই ওকে উৎসাহ দিয়েছে। ২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে যশস্বী ডাবল সেঞ্চুরি করার পর রোহিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। এই রকম ছোটখাট ব্যাপারগুলো যে কোনও তরুণকে উৎসাহিত করে। ওর ক্ষেত্রেও তাই হয়েছে।’

প্রথম দিনের শেষে ৪০ রানে অপরাজিত যশস্বী। ছাত্রের কাছে কী প্রত্যাশা? জ্বালা বলছেন, ‘দ্বিতীয় দিন শুরুর আধ ঘণ্টা দেখে খেলতে হবে। তাহলেও বড় রান পাবে।’ সেঞ্চুরি? জ্বালা বলছেন, ‘কোন কোচ না চায় অভিষেক টেস্টে ছাত্রের সেঞ্চুরি দেখতে?’

(Feed Source: abplive.com)