প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য, মাওবাদী এলাকাকে প্রাধান্য, ৮০৮ রেডিও স্টেশনের নিলাম

প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য, মাওবাদী এলাকাকে প্রাধান্য, ৮০৮ রেডিও স্টেশনের নিলাম

নয়াদিল্লি: একটি বা দু’টি নয়, দেশের ৮০৮ এফএম রেডিও স্টেশন উঠবে নিলামে (FM Radio Stations)। ডিজিটাল মাধ্যমে ই-নিলাম হবে সেগুলির। রবিবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচর মন্ত্রী অনুরাগ ঠাকুর। রেডিও স্টেশন লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াকেও আরও সহজতর করা হবে বলে দাবি করলেন তিনি (Anurag Thakur)।

অনুরাগের দাবি, বর্তমানে দেশের ২৬টি রাজ্য এবং পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত ১১৩টি শহরে ৩৮৮ এফএম রেডিও স্টেশন রয়েছে। শীঘ্রই ২৮৪টি শহরে ৮০৮টি এফএম রেডিও স্টেশনের ই-নিলাম হবে। রিজিওনাল কমিউনিটি রেডিও সম্মেলন (নর্থ)-এ এমনই ঘোষণা করলেন অনুরাগ। নিয়ম-নীতি শিথিল করে রেডিও স্টেশন, বিশেষ করে কমিউনিটি রেডিও চ্যানেল চালানো এবং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলেও জানান তিনি।

অনুরাগের দাবি, দেশের প্রত্যন্ত এলাকাগুলিকেও রেডিও সংযোগের মাধ্যমে জুড়তে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই দুর্গম এলাকাতেও রেডিও টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। টিয়ার-২, টিয়ার-৩ শহরগুলিতেও রেডিও সংযোগের ব্যাপ্তি বাড়ানো হবে। দিল্লি সূত্রে খবর, মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে স্থানীয়দের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে রেডিও-কে ব্যবহার করতে আগ্রহী কেন্দ্র। তাই ই-নিলামের সিদ্ধান্ত।

চলতি বছরের শুরুতেই ব্রডকাস্টিং ইনফ্র্যাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়র্ক ডেভলপমেন্ট স্কিম প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্র। এর আওতায়, ভৌগলিক অবস্থানের নিরিখে ৬৬ শতাংশ এবং জনসংখ্যার নিরিখে ৮০ শতাংশ AIR FM ট্রান্সমিটারের পরিধি বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়, যা আগে যথাক্রমে ৫৯ এবং ৬৮ শতাংশ ছিল।

রেডিও সংযোগের পরিধি বাড়ানোর পাশাপাশি, গ্রাম্য, উপজাতি মানুষ, যাঁরা মাওবাদী অধ্যুষিত এলাকায় থাকেন, এমন ৮ লক্ষ গ্রাহককে বিনামূল্যে DD সেটটপ বক্স বিতরণের লক্ষ্যও নিয়েছে কেন্দ্র।

এ বছরের গোড়ার দিকেই রেডিও স্টেশন নিলামের বিষয়টি সামনে আসে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানান, আগামী চার বছরের জন্য ইতিমধ্যেউ কেন্দ্রের তরফে ২৫০০ কোটি টাকা বরাদ্দ কর হয়েছে। মাওবাদী অধ্যষিত এলাকা থেকে, সীমান্তবর্তী এলাকাতেও বর্ধিত করা হবে রেডিও সংযোগের পরিধি। কেন্দ্রের দাবি, এতে প্রসার ভারতীর পরিকাঠামোর উন্নতিসাধন হবে, প্রসার বাড়বে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের।

যদিও এর পরই সম্প্রতি রেডিও সংযোগ নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত নিতে দেখা যায় কেন্দ্রকে। সরকারি এফএম চ্যানেল রেনবোকে মিলিয়ে দেওয়া হয় গীতাঞ্জলির সঙ্গে। ফলে এফএম রেনবোর অস্তিত্বই উঠে গিয়েছে। এই এফএম রেনবো ছিল বাংলার প্রথম রেনবো। প্রায় শতাধিক মানুষ এই সিদ্ধান্রে ফলে কর্মহারা হন বলে জানা যায়।

(Feed Source: abplive.com)