নির্বাচনী হিংসার পর থেকে পাচ্ছিলেন হুমকি, সশস্ত্র নিরাপত্তারক্ষী পাচ্ছেন আরাবুলপুত্র হাকিমুল

নির্বাচনী হিংসার পর থেকে পাচ্ছিলেন হুমকি, সশস্ত্র নিরাপত্তারক্ষী পাচ্ছেন আরাবুলপুত্র হাকিমুল

রঞ্জিত সাউ, কলকাতা: নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছিলেন। তর পরই নিরাপত্তা পেলেন আরাবুল ইসলামের (Arabul Islam) ছেলে হাকিমুল ইসলাম (Hakimul Islam)। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসায় আরাবুল এবং তাঁর ছেলের দিকেও আঙুল উঠেছিল। তার পর নাকি হুমকিও পেয়েছিলেন হাকিমুল। সেই প্রেক্ষিতেই তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধন্ত। একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হচ্ছে আরাবুলপুত্রকে।  (Panchayat Elections 2023)

তৃণমূল নেতা খইরুল ইসলাম, এহসান মোল্লাকেও একজন করে নিরাপত্তারক্ষী দেওয়ার সিদ্ধান্ত

ভাঙড়ের যুব নেতা হাকিমুল। তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। হাকিমুলের পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম, এহসান মোল্লাকেও একজন করে নিরাপত্তারক্ষী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গিয়েছে, হাকিমুল এবং যাঁরা নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের সঙ্গে একজন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন সারা ক্ষণ। রাজ্য প্রশাসনের তরফে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

নিজের গড়েই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হাকিমুল। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের আগে থেকেই লগাতার হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। বাবা এবং তাঁকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়াা হচ্ছিল বলে জানান। তার পরই সশস্ত্র নিরাপত্তা পেলেন। তাঁর বক্তব্য, “প্রশাসনকে আমরা জানিয়েছিলাম যে প্রকাশ্যে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মেরে দেওয়ার কথা বলা হচ্ছে। সওকত মোল্লা, আরাবুল ইসলাম মহাশয় এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে।”

সরাসরি আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন হাকিমুল। তাঁর বক্তব্য, আইএসএফ-এর গুন্ডাবাহিনীরা হুমকি দিচ্ছে একেবারে প্রকাশ্য়ে। মিডিয়ার সামনেও আমাদের ধমকাচ্ছে। তৃণমূলের নেতৃত্ব-সহ আমাকে হুমকি দেওয়া হয়। প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলাম। প্রশাসন যেটা ভাল মনে করেছে, করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

প্রাণহানির আশঙ্কা করে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী চেয়ে থানায় আবেদন জানিয়েছিলেন আরাবুল-পুত্র হাকিমুল। পোলেরহাট ২ নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের অভিযোগ ছিল, “লাগাতার হুমকি পাচ্ছি। জমি কমিটির লোকজন তো প্রকাশ্যেই থ্রেট করে! প্রাণনাশের হুমকি দিয়েছে। আরও অনেকে আছে। অপরাধীরা হুমকি দিচ্ছে।”

তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছেন বিরোধীরা

সেই সময় যদিও কে বা কারা হুমকি দিচ্ছে, তা খোলসা করেননি আরাবুল। পুলিশকে যা জানানোর জানিয়েছেন, প্রকাশ্যে এ নিয়ে কিছু বলবেন না বলে জানিয়েছিলেন। এখন যদিও সরাসরি আইএসএফ-এর নাম নিচ্ছেন তিনি। বিরোধীরা যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছেন তাঁরা।

(Feed Source: abplive.com)