Viral Video| Tota Roy Choudhury: ‘ডোলা রে…’ গানে টোটার কত্থক, মুগ্ধ করণ-রণবীর, সিনেমাহলে হাততালির ঝড়…

Viral Video| Tota Roy Choudhury: ‘ডোলা রে…’ গানে টোটার কত্থক, মুগ্ধ করণ-রণবীর, সিনেমাহলে হাততালির ঝড়…

Viral Video, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের(Karan Johar) ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’(Rocky Aur Rani Ki Prem Kahani)। ছবির রকি আর রানি দুই বিপরীত মেরুর বাসিন্দা হলেও একে অপরের প্রেমে মশগুল। সেখান থেকেই যত বিপত্তি। রকি অর্থাৎ রণবীর সিং(Ranveer Singh) ও রানি অর্থাৎ আলিয়া ভাট(Alia Bhatt) ঠিক করেন যে তাঁরা একে অপরের পরিবারের সঙ্গে কয়েকদিনের জন্য থাকবেন। সেখানেই নজর কাড়েন রানির বাবা-মার চরিত্রে বাংলার দুই অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। তবে শুধু অভিনয়ই নয়, টোটা মুগ্ধ করেছেন তাঁর নাচের গুণেও।

টলিউডে মার্শাল আর্ট হোক বা নাচ বা ফিটনেস, টোটা রায়চৌধুরী বরাবরই ফার্স্ট বয়। এমনকী টলিউডের বর্তমানের নায়কদেরও কয়েক গোল দিতে পারেন টোটা। টলিউডের ছবিতে টোটার সেই ডান্সিং স্কিলের ঝলক কম পাওয়া গেলেও বলিউডে রীতিমতো ঝড় তুলেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই বাঙালি অভিনেতা। করণ জোহরের ছবিতে দুর্গাপুজোর একটি সিকোয়েন্সে রণবীর সিংয়ের সঙ্গে ‘ডোলা রে ডোলা রে’ গানে কথ্থক নাচেন টোটা। যা দেখে মুগ্ধ পরিচালক করণ জোহর, রণবীর সিং থেকে শুরু করে দর্শক।

ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে টোটার নাচের ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পর্দায় টোটার নাচ দেখে উচ্ছ্বসিত হলের দর্শকেরা। হাততালি, সিটিতে ভরে উঠেছে গোটা হল। সেই ভিডিয়ো শেয়ার করে টোটা লিখেছেন, কলকাতায় হাউজফুল শোয়ের দর্শকদের প্রতিক্রিয়া। সেই পোস্ট শেয়ার করে করণ জোহর লেখেন, ‘টোটা তুমি স্টার’। তাঁর উদ্দেশ্যে টোটা লেখেন, ‘সেটা আপনার জন্য, স্যর। আমার উপর আস্থা রাখার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।’

টোটা ও তাঁর ভিডিয়ো শেয়ার করে অভিনেতা রণবীর সিং লেখেন, ‘টোটা স্যর! আপনি সত্যিই খুব স্পেশাল। দর্শক আপনার নাচ দেখে যেভাবে উচ্ছ্বসিত, তা দেখে আমার মন ভরে গেল। ওঁরা যেভাবে চিৎকার করে আপনাকে অভিবাদন জানাচ্ছেন, আমিও সেটাই জানাতে চাই। আপনি ভালো মানুষ, সেটাই আপনার পারফরম্যান্সে উঠে এসেছে। আমার অন্তর্নিহিত সৌন্দর্য, আপনার দীপ্ত উপস্থিতি, চমকে দেওয়ার মতো আপনার পরিবেশনা এবং অসাধারণ কথ্থক! উফ সেই কথ্থক! এই মুহূর্তে নিজেকেও আশীর্বাদধন্য মনে হচ্ছে! অভিবাদন! সঙ্গে থাকার জন্য ধন্যবাদ স্যর! আপনার জন্য চিরকালীন ভালোবাসা…’ সেই পোস্টের প্রত্যুত্তরে টোটা লেখেন, ‘তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি এ যাবৎ যাঁর যাঁর সঙ্গে কাজ করেছি তারমধ্যে তুমি অন্যতম প্রতিভাবান অভিনেতা। সবচেয়ে বড় কথা, তুমি ঈশ্বরের সন্তান- তোমার অন্তর সুন্দর।’

প্রসঙ্গত, কলকাতায় এসে আলিয়া বলেছিলেন যে ছবিতে একটা বড় সারপ্রাইজ আছে। প্রশ্নোত্তর পর্বে যখন টোটাকে জিজ্ঞেস করা হয় যে এই ঢিন্ডোরা গানের শ্যুটের সময় কীভাবে নিজেকে আটকে ছিলেন? এই প্রশ্ন সামনে আসতেই টোটা বলেন, ‘কে বলেছে আমি নিজেকে আটকে রেখেছিলাম। আমরা ক্যামেরার পিছনে সবাই নাচছিলাম।’ তখনই আলিয়া বলেন যে এখানে একটা বড়সড় সারপ্রাইজ রয়েছে। তারপরেই রণবীর বলেন, ‘যখন ডান্সের বিরাট কোহলি নাচল, আমার হৃদয় ভরে গেল।’ এর বেশি তাঁরা কিছু না বললেও তাঁদের আভাসেই পরিষ্কার ছিল যে, রণবীর আলিয়ার ছবিতে নাচতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকেও। সেই আভাসই হল সত্যি। টোটার প্রশংসায় পঞ্চমুখ বলিউড থেকে টলিউড।

(Feed Source: zeenews.com)