‘ওপেনাইমার’ ছবিতে বাড়তি আর কোনও দৃশ্য নেই, বলছেন কিলিয়ান মার্ফি

‘ওপেনাইমার’ ছবিতে বাড়তি আর কোনও দৃশ্য নেই, বলছেন কিলিয়ান মার্ফি

নয়াদিল্লি: ‘ওপেনহাইমার’ (Oppenheimer) ছবির কোনও মুছে যাওয়া দৃশ্য দেখতে পাবেন না দর্শকেরা, অনুরাগীদের উদ্দেশে স্পষ্ট বার্তা অভিনেতা কিলিয়ান মার্ফি (Cillian Murphy)-র। তিনি আরও জানান, এই ছবির পরিচালক অর্থাৎ ক্রিস্টোফার নোলান (Christopher Nolan) ভীষণ ভালভাবে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন। এই ছবির আর কোনও বিশেষ ফুটেজও নেই যেটা দর্শকেরা পরবর্তীতে দেখবার প্রত্যাশা রাখবেন।

কিলিয়ান মার্ফি আরও বলেছেন, ‘নোলানের বাকি সমস্ত ছবিগুলির মতোই এই ‘ওপেনহাইমার’। এখানে বেশি ফুটেজ নেওয়া হয়নি। ঠিক যতটা চিত্রনাট্য, ততটাই ছবি। তিনি শ্যুটিং করতে করতে কখনও ছবি বদলানোর চেষ্টা করেননি।’ এর আগে, ২০১২ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে নোলান জানিয়েছিলেন, তাঁর ছবিতে সাধারণত কোনও বাড়তি ফুটেজ থাকে না। কারণ তিনি মনে করেন, যে দৃশ্য ছবিতে থাকবে না, কষ্ট করে তা শ্যুটিং করা বৃথা। তাই কোনও জায়গায় সংশয় থাকতে তিনি তা কাগজে এঁকে পরিকল্পনা করে নেওয়ার চেষ্টা করেন। তাঁর ছবিতে এই কারণেই সাধারণত কোনও বাড়তি ফুটেজ থাকে না। আর তাই, দর্শকেরা যদি তাঁর ছবির ডিভিডিতে বাড়তি ফুটেজ দেখার প্রত্যাশা করে থাকেন, তাঁরা নিরাশ হন।’

সম্প্রতি ভারতে বিতর্কে জড়িয়েছিল এই ছবি। ‘ওপেনহাইমার’ ছবির একটি দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুরাগ ঠাকুর (Anursg Thakur)। কী সেই দৃশ্য? সদ্য মুক্তি পাওয়া ‘ওপেনহাইমার’ ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ভগবত গীতার শ্লোকপাঠ করা হচ্ছে। ছবি মুক্তির পরে এই দৃশ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। আর এবার এই বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এই দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে পরিচালককে একটি চিঠিও পাঠানো হয়েছে। সূত্রের খবর, অনুরাগ ঠাকুর নিজে এই দৃশ্যটি দেখার পরেই আপত্তি জানিয়েছেন। ভগবত গীতাকে হিন্দুধর্মের পবিত্র গ্রন্থ বলা হয়। আর সেই গীতাকে সঙ্গমকালে পাঠ করার দৃশ্য তুলে ধরা হয়েছে ওপেনহাইমার-এ। এতে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে বলেই মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। আর তাই, সেন্সর বোর্ডকে এই দৃশ্যটির ওপর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন অনুরাগ ঠাকুর। একদিকে যেমন ছবির নির্মাতাদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগ ঠাকুর, তেমনই অভিযোগ করেছেন সেন্সর বোর্ডের বিরুদ্ধেও। তাঁর কথায়, ‘এমন দৃশ্যকে সেন্সর বোর্ড ছাড়পত্র দিল কীভাবে!’ সেন্সর বোর্ডের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

(Feed Source: abplive.com)