দোকান থেকে কচুরি কিনছেন শিব! বেজায় চটে অক্ষয়কে আইনি চিঠি মহাকালেশ্বরের পুরোহিতের

দোকান থেকে কচুরি কিনছেন শিব! বেজায় চটে অক্ষয়কে আইনি চিঠি মহাকালেশ্বরের পুরোহিতের

‘আদিপুরুষ’-এর পর এবার বিতর্কে অক্ষয় কুমারের OMG-২। ছবির নির্মাতাদের আইনি চিঠি পাঠাল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা। কিন্তু কেন? ইতিমধ্যেই অক্ষয়ের এই ছবিতে নাকি ২৫-২৭টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড, তারপরেই মিলেছে A সার্টিফিকেট। তবে এসবের পরেও কী নিয়ে আপত্তি উজ্জয়িনীর মন্দিরের পুরোহিতদের?

উজ্জয়িনীর মন্দিরের পুরোহিতদের দাবি, OMG-২র একটি দৃশ্যে নাকি ভগবান শিবকে একটি দোকান থেকে কচুরি কিনতে দেখা গিয়েছে। যে দৃশ্য শিব ভক্তদের অনুভূতিতে আঘাত করতে পারে। সিনেমায় ‘ভগবান শিব’কে ভুলভাবে চিত্রিত করা হয়েছে। আর তাতেই আপত্তি মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতদের। জানা যাচ্ছে,মহাকাল মন্দিরের পুরোহিতরা চলচ্চিত্র পরিচালক অমিত রাই, প্রযোজক বিপুল শাহ , চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং অভিনেতা অক্ষয় কুমারকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এছাড়াও, তাঁরা সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন কুমার যোশীকেও আইনি নোটিশও পাঠিয়েছেন। জানা যাচ্ছে, হাইকোর্টের আইনজীবী অভিলাষ ব্যাস গত ৭ই আগস্ট সর্বভারতীয় পূজারি মহাসঙ্ঘের তরফে এই আইনি চিঠি পাঠিয়েছেন।

OMG-2

আইনি নোটিশে মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা সিনেমা থেকে আপত্তিকর দৃশ্য বাদ দেওয়ার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন। যে জন্য আইনি নোটিশ অনুসারে, চিঠি পাওয়ার পর ২৪ ঘন্টার একটি সময়সীমা দেওয়া হয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে OMG-2 থেকে অবমাননাকর দৃশ্যগুলি সরাতে হবে এবং সকলের সামনে ক্ষমা চাইতে হবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অক্ষয়ের OMG-2-র ট্রেলার। সেখানে অক্ষয়কে অবশ্য শিব বেশে নয়, শিবের দূতের ভূমিকায় দেখা গিয়েছে। ট্রেলারে দেখা গিয়েছে শিব নন্দীকে আদেশ দেন তাঁর ভক্ত শরণ মৃদুগলকে সাহায্য করতে। আর তাই দূত পাঠাতে বলা হয়। শরণের ছেের অভব্য আচরণের জন্য নাকি তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এদিকে এই কেস উঠেছে আদালতে, সেখানেই উকিলরা যখন শরণের ছেলেকে বেকায়দায় ফেলেছেন, তখন নাকি শিবের দূত এসে পথ দেখাবেন। তবে ছবিতে ঠিক কী ঘটবে তা মুক্তির পরই জানা যাবে। ১১ অগস্ট ‘গদর-২’র সঙ্গেই মুক্তি পেতে চলেছে OMG-2।

(Feed Source: hindustantimes.com)