Kartikeya: কোথা থেকে এলেন কার্তিক ঠাকুর? জেনে নিন দেবসেনাপতির রোমহর্ষক উৎপত্তি-কাহিনি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি কোথাও ‘সুব্রহ্মণ্যম’ কোথাও ‘মুরুগান’! তিনি বাঙালির বড় প্রিয় কার্তিক ঠাকুর হ্যাংলা। এহেন কার্তিকঠাকুরকে নিয়ে যথেষ্ট মজাও করা হয়। তবে তাঁকে নিয়ে যত মজাই করা হোক কার্তিকের পুরাণেতিহাস খুবই চিত্তাকর্ষক। যথেষ্ট কুলীন দেবতা তিনি। তবে কার্তিক বৈদিক দেবতা নন; তিনি পৌরাণিক দেবতা। কী ভাবে জন্ম কার্তিকের জন্ম নিয়ে নানা কাহিনি আছে। একটি কাহিনিতে শোনা যায়, একদা শিব ও পার্বতীর মিলনে এক জ্যোতিঃপিণ্ড তৈরি হল। রতির অভিশাপের জেরে গর্ভে সন্তান ধারণ করতে পারেননি পার্বতী। এদিকে…