পোস্টারে কার দিকে তাক করা বন্দুক? জবাব দিলেন রাজনীতিকের মতোই, ‘ওহ লাভলি’ নিয়ে এবিপি আনন্দে মদন

পোস্টারে কার দিকে তাক করা বন্দুক? জবাব দিলেন রাজনীতিকের মতোই, ‘ওহ লাভলি’ নিয়ে এবিপি আনন্দে মদন
কলকাতা: রঙিন মানুষ হিসেবেই তাঁকে চেনেন সকলে। নিজেও এই তকমা দিব্যি উপভোগ করেন তিনি। এবার খাতায়কলমে বিনোদনের রঙিন দুনিয়ায় পদার্পণ ঘটল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম ছায়াছবি ‘ওহ লাভলি’। ছবিমুক্তির আগে এবিপি আনন্দে খোলাখুলি আড্ডায় দেখা গেল তাঁকে। প্রতিটি প্রশ্নের উত্তরও দিলেন স্বভাবসিদ্ধ ঢঙেই। (Oh Lovely)

বৃহস্পতিবার এবিপি আনন্দের স্টুডিও-য় হাজির হন মদন। সঙ্গে ছিলেন টলিউডের অন্যতম সফল অভিনেতা হরনাথ চক্রবর্তী এবং অভিনেত্রী রাজনন্দিনী। সেখানে অভিনয়ের পেশায় ‘নবাগত’ মদনকে প্রশংসায় ভরিয়ে দেন পরিচালক হরনাথ। তিনি বলেন, “মদনদাকে কিছু শেখাতেই হয়নি। বরং শট শেষে টেকনিশানরা পর্যন্ত হাততালি দিয়ে উঠেছেন। নিজের মতো করে সংলাপ তৈরি কেরও বলেছেন। রাজনীতি থেকে অভিনয়ে এসেছেন, একেবারে বোঝা যায়নি।”

আগামী ২৫ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ওহ লাভলি’। ওই একই দিনে হিন্দি ছবি ‘ড্রিম গার্ল ২’ মুক্তি পাচ্ছে। তাতে মুখ্য চরিত্রে রয়েছেন আয়ুষ্মান খুরানার মতো অভিনেতা। আবার স্বস্তিকা মুখোপাধ্যায়, কেকে মেননও হাজির হচ্ছেন দর্শকদের সামনে। ওই একই দিনে ছবির মুক্তি নিয়ে কি একটুই ভাবিত নন তিনি, প্রশ্ন করা হয় মদনকে।

এর উত্তরে মদন বলেন, “আমাদের ছবিটি মানুষের জন্য়। বাংলার মাটি, বাংলার কথা নিয়ে। চোখের বালি, ব্যোমকেশ, শেষের কবিতা, এমন অনেক বই নিয়ে ছবি তৈরি হয়েছে। কিন্তু কোনও গানের লাইন নিয়ে পৃথিবীর কোথাও কোনও ছবি হয়েছে বলে জানা নেই আমার জানা নেই। তাই ছবির প্রচারটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমার ধারণা দর্শক ওই দিন নিশ্চিত ভাবেই হলে যাবেন।”

অভিনয়ে আসার আগে, গানের অ্যালবামও বের করেছেন মদন। ‘ওহ লাভলি’ নামেই ছিল তাঁর অ্যালবাম। কিন্তু সোনু নিগমের মতো গায়ক যেখানে ছবিতে গেয়েছেন, প্রতিযোগিতায় নামতে চাননি মদন। বরং একটি লাইন তুলে ধরে বলেন, “একটি গান আছে ছবিতে, খানিকটা এমন, ‘তোকে নিয়ে বিলেত যাব রে, ওহ সুন্দরী, তোকে নিয়ে বিলেত যাব, ওহ লাভলি, তোকে নিয়ে বিলেত যাব। নায়ক নায়িকাকে বিলেত নিয়ে যাবে বলছে। ২৫ তারিখ বলতে হেব, তোকে নিয়ে হলে যাব রে’।”

মদনের ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়েই ছবিতে তাঁর চরিত্রটি বোনা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক হরনাথ। ছবির ট্রেলারে বন্দুক  হাতেও দেখা গিয়েছে মদনকে। শুধুই অভিনয়, নাকি নিশানায় কাউকে রাখতে চাইছেন মদন? জবাবে রাজনৈতিক উত্তরই দিলেন তিনি। বললেন, “যাঁরা চালে কাঁকর মিশিয়ে মানুষকে খাওয়াচ্ছেন, আর জীবনে চলার পথে যারা জনগণকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন…”। ছবির মাধ্যমে কি তাহলে বিশেষ বার্তাও দিতে চাইছেন মদন? জল্পনা জিইয়ে রেখে মদন বললেন, “জানি না, তবে মনে হয়, ব্যাপারটা তেমনই। মানুষ প্রতারিত হচ্ছেন। বন্দুকের নিশানাটা না হয় থাকই না!”

আগামী ২৫ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ওহ লাভলি’। মদনের অভিনয়কেও একই উপমায় ভরিয়ে দিচ্ছেন হরনাথ। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের পাশে, পেশাদার অভিনেতার মতোই মদন কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। আর মদন জানিয়েছেন, নিজের দল তো বটেই, প্রতিপক্ষ শিবিরের রাজনীতিকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি। ছবিটি পছন্দ হয়েছে সকলের। ছবির প্রদর্শনেও অনেককে দেখা যেতে পারে বলে জানিয়েছেন।

(Feed Source: abplive.com)