ফিরলেন রাহুল-শ্রেয়স, এশিয়া কাপের ভারতীয় দলে বড় চমক

ফিরলেন রাহুল-শ্রেয়স, এশিয়া কাপের ভারতীয় দলে বড় চমক
নয়াদিল্লি: গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করেছিলেন সোমবার দুপুর দেড়টার জন্য। নয়াদিল্লিতে যখন এশিয়া কাপের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) বেছে নেওয়া হল। আর সেই সঙ্গে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ভারতীয় দল কীরকম হবে, তার নীল নকশাও জানা গেল এদিন।

দলে সবচেয়ে বড় চমক, সুযোগ দেওয়া হয়েছে তিলক বর্মাকে। যাঁর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল। এবং সুযোগ পেয়েই নজর কেড়েছিলেন। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ‘এশিয়া কাপে ১৭ জন ক্রিকেটার নেওয়ার সুবিধা ছিল। বিশ্বকাপে তা থাকবে না। তিলক বাঁহাতি। খুব প্রতিশ্রুতিমান। এশিয়া কাপে ওকে দেখে নেওয়া হবে। কোচ ও অধিনায়ক যাতে দেখে নিতে পারে, তার জন্যই ওকে দলে রাখা।’

মোট ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সাংবাদিক সম্মেলনে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে, এশিয়া কাপে ২ জন বাড়তি ক্রিকেটার রাখার পরিসর রয়েছে। বিশ্বকাপে যা থাকবে না। বিশ্বকাপের জন্য ১৫ জনকেই বেছে নেওয়া হবে। বিশ্বকাপেও কি এই দলই ধরে রাখা হবে? আগরকর বলছেন, ‘আগরকর বলছেন, ‘আমাদের হাতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে। তবে এই দলই মোটামুটিভাবে থাকবে।’

চোট সারিয়ে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল। তবে রাহুল এখনও সম্পূর্ণ ফিট নন। যদিও সেটা পুরনো চোটের জন্য নয়। নতুন একটা চোট লেগেছে রাহুলের। আগরকর বলেছেন, ‘কে এল রাহুল ও শ্রেয়স দলে রয়েছে। শ্রেয়স একেবারে ফিট। রাহুলের পুরনো চোট সেরে গিয়েছে। তবে আর একটা চোট লেগেছে। সেই জন্যই স্যামসন রয়েছে। এশিয়া কাপের ২-৩টি ম্যাচের মধ্যেই ও সম্পূর্ণ সেরে যাবে।’

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।

স্ট্যান্ড বাই: সঞ্জু স্যামসন।

(Feed Source: abplive.com)