সন্তান বিশেষভাবে সক্ষম, প্রচুর অর্থের প্রয়োজন, মায়ের কাতর আর্জি সাংসদ দেবের কাছে

সন্তান বিশেষভাবে সক্ষম, প্রচুর অর্থের প্রয়োজন, মায়ের কাতর আর্জি সাংসদ দেবের কাছে

জন্ম থেকেই শিশুটি বিশেষভাবে সক্ষম। পশ্চিম মেদিনীপুর জেলার এক বাসিন্দার ছেলে এই সমস্যা নিয়ে জন্মেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকার। কিন্তু অভাবের সংসার, তাই বাড়িতে রেখেই চলছে চিকিৎসা। আর্থিক সাহায্যের জন্য রোগীর পরিবারের কাতর আর্জি  সাংসদ দেবের কাছে।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর অঞ্চলের মির্জাপুর এলাকায়  বাসিন্দা মিতালী মান্না মাইতি। মাস ছয়েক আগে তাঁর পুত্র সন্তান হয়। কিন্তু জন্ম থেকে শিশুটির মুখের কিছু অংশ বিকলাঙ্গ। বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে পড়তে হয়েছে বিপাকে। সব জায়গায় বলা হয়েছে শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকার। কিন্তু টাকার অভাব,  তাই উপায় না দেখে বাড়ি থেকেই চিকিৎসা চলছে ছোট্ট মাস ছয়েকের মায়াংক মাইতির।

চিকিৎসকরা বলেছেন অনেক গুলো প্লাস্টিক সার্জারি করতে হবে। যার জন্য অনেক টাকার দরকার। তাই শেষে উপায় না দেখে ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের কাছে চিকিৎসার টাকার জন্য আর্জি জানিয়েছে পরিবার।

মিতালী দেবী বলেন,  “আমরা দেখেছি বিভিন্ন সময়ে দেব বাবু অনেক বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন। আমার আবেদন উনি আবার বাচ্চাকেও সুস্থ করে তুলুন। উনি আমাদের পাশে এসে দাঁড়ান। এটাই আমার আবেদন।”

অপরদিকে গ্রামবাসীরা বলেন, ” আমরাও চাই ওই পরিবারকে সবাই সাহায্যের করুক।” বছর দুয়েক আগে মিতালীর বিয়ে হয়েছিল নন্দীগ্রামে।বর্তমানে তিনি ডেবরার মির্জাপুরে বাপের বাড়ীতেই থাকেন।

(Feed Source: news18.com)