Jeet Birthday: জন্মদিনে জিতের রিটার্ন গিফট! টিজারেই ভাইরাল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মদিনে চমকে দিলেন জিৎ! বাংলা সিনেমার সুপারস্টার আজ ৪৭-এ পা দিলেন আর ঠিক এই বিশেষ দিনেই নিজের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর টিজার প্রকাশ করে ধামাকা এন্ট্রি নিলেন তিনি। জন্মদিন মানেই সাধারণত কেক, শুভেচ্ছা আর উদযাপন-কিন্তু জিৎ বরাবরই অন্যরকম। তাই নিজের নতুন ছবির ফার্স্ট লুক রিভিল করে অনুরাগীদের জন্মদিনের উপহার দিলেন। ধুতি-কুর্তা, গায়ে আলোয়ান-তবে চোখে তীব্র আগুন আর শরীরী ভাষায় একেবারে রাফ-অ্যান্ড-টাফ বিপ্লবীর ছবি। যেন দীর্ঘদিনের পর্দার নায়ক নয়, ইতিহাসের পাতা থেকে…


)

