WATCH | Neymar: নেইমার ভারতের কোন শহরে কবে খেলবেন? দেখুন কেমন উন্মাদনায় ফুটছে প্রতিপক্ষ

WATCH | Neymar: নেইমার ভারতের কোন শহরে কবে খেলবেন? দেখুন কেমন উন্মাদনায় ফুটছে প্রতিপক্ষ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানরা বিরাট খবর পেয়েই গিয়েছেন ইতিমধ্যে। পেলের (Pele) পাড়ার সেলেকাও সুপারস্টার নেইমার (Neymar Jr) ফের আসছেন ভারতে। ফুটবলপাগল দেশে পা রাখছেন ব্রাজিলের ‘পোস্টার বয়’। সম্প্রতি প্যারিস সঁ জঁরম (PSG) ছেড়ে নেইমার এসেছেন সৌদির বিখ্যাত ক্লাব আল-হিলালে ( Al-Hilal)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League 2023-24) যে ড্র সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে, গ্রুপ ‘ডি’তে রয়েছে আল-হিলাল ও মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। ফলে নেইমার সৌদির ক্লাবের হয়ে এএফসি-র টুর্নামেন্ট খেলবেন ভারতে। এখন প্রশ্ন নেইমার কবে কোথায় খেলবেন? মুম্বই সিটি জানিয়ে দিল সেই সূচি।

বাণিজ্য নগরীর ফ্র্যাঞ্চাইজি এই নিয়ে দ্বিতীয়বার এশিয়ার সেরা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ২০২২-২৩ মরসুমে তারা আইএসএল লিগ শিল্ড জিতেছিল। এরপর দেস বাকিংহ্যামের শিষ্যরা ২০২১-২২ আইএসএল শিল্ড জয়ী দল জামশেদপুর এফসি-কে হারিয়ে প্লে-অফের জায়গা পাকা করে নেয়। চলতি মরসুমে মুম্বই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করছে ১৮ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে তারা খেলবে ইরানিয়ান দল এফসি নাসাজি মাজানদারানের বিরুদ্ধে। ভেন্যু পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স। এরপর আইল্যান্ডাররা ব্য়াক-টু-ব্যাক অ্যাওয়ে ম্য়াচ খেলবে। ৩ অক্টোবর উজবেকিস্তানের দল নভবাহোরের বিরুদ্ধে খেলবে সেই দেশে গিয়ে। তারপর বাকিংহ্য়ামদের গন্তব্য সৌদি। মুম্বইয়ের প্রতিপক্ষ আল হিলাল। সেই ম্য়াচ ২৩ অক্টোবর। এরপর মুম্বইয়ের চতুর্থ ম্যাচ আল হিলালের বিরুদ্ধে। এবার খেলা পুণেতে। এই ম্য়াচেই নেইমারকে দেখবে ভারত। মুম্বইয়ের পঞ্চম ম্যাচ ২৮ নভেম্বর নাসাজির সঙ্গে। মুম্বইয়ের গ্রুপ পর্যায়ে শেষ ম্য়াচ নভবাহোরের সঙ্গে ৪ ডিসেম্বর। এই ম্য়াচটি মুম্বই খেলবে নিজেদের ঘরের মাঠে।

এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব আল-হিলাল। তাঁরা আগুনে স্কোয়াড বানিয়েছে এই মরসুমে। নেইমার ছাড়াও রুবেন নেভেস, কালিদৌ কৌলিবাই, মিলিনকোভিচের মতো ফুটবলাররা খেলবেন ভারতে। মেসি-রোনাল্ডোর পর ফুটবলগ্রহের সবচেয়ে চর্চিত তারকা নেইমার। ফলে তিনি আসার খবরে যে চাঞ্চল্য ছড়াবে, তা বলার আর অপেক্ষা রাখে না। ফ্যানরা এএফসি-র ড্র দেখার পরেই উদ্বেল হয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে নেইমার এসেছিলেন ভারতে। গোয়াতে খেলেছিলেন রেড বুল নেইমার জুনিয়র ফাইভ ফাইনাল। একাধিক প্রমোশনল ইভেন্টে অংশও নিয়েছিলেন তিনি।

(Feed Source: zeenews.com)