তৃণমূলে যোগ দেওয়া মাত্রই দেওয়া হয় ‘চোর ও দুর্নীতির ভ্যাকসিন’, নুসরত-দেবকে আক্রমণ হিরণের

তৃণমূলে যোগ দেওয়া মাত্রই দেওয়া হয় ‘চোর ও দুর্নীতির ভ্যাকসিন’, নুসরত-দেবকে আক্রমণ হিরণের
ভাস্কর মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, বীরভূম : তৃণমূলে যোগ দেওয়া মাত্রই দেওয়া হয় ‘চোর ও দুর্নীতির ভ্যাকসিন’। দুর্নীতি ইস্যুতে নুসরত জাহান, দেব, সায়নী ঘোষকে আক্রমণ করে, এই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এই নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি দেব। ফোন ধরেননি নুসরত, সায়নী। অনেকদিন হিট সিনেমা দিতে না পেরে, হিংসায় এই কথা বলছেন। হিরণকে কটাক্ষ কুণাল ঘোষের।

রাজনীতির মঞ্চ আলাদা হলেও পেশাগত ভাবে প্রত্যেকেই বড় পর্দার মুখ। কিন্তু দুর্নীতি ইস্যুতে, ফের তৃণমূল সাংসদ দেব (Dev), যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নিশানা করলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে এবার তাঁর নিশানায় আরেক তৃণমূল সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam) সায়নী ঘোষকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। অন্যদিকে রাজারহাটে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে, আগামী মঙ্গলবার নুসরত জাহানকে তলব করেছে ED। গরুপাচার কাণ্ডে ইতিমধ্য়েই ED জেরা করেছে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবকে।

এই প্রেক্ষাপটেই শনিবার তারাপীঠে পুজো দিতে গিয়ে, তাঁদেরকে একযোগে তীব্র কটাক্ষ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। তবে হিরণের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি দেব। বারবার যোগাযোগ করা হলেও, ফোন ধরেননি তৃণমূল সাংসদ নুসরত ও যুব তৃণমূল নেত্রী সায়নী।

অন্য় কোনও দল থেকে বিজেপিতে যোগ দিলেই, তাঁদের বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত থেমে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। যা নিয়ে প্রায়শই বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার তৃণমূলকে ভ্যাকসিন কটাক্ষ করলেন হিরণ। বিজেপি বিধায়কের মন্তব্য, তৃণমূলে যোগ দিলেই দেওয়া হয়, ‘চোর এবং দুর্নীতির ভ্যাকসিন’।

শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে, হিরণকে পাল্টা খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের খোঁচা, ‘হিরণ অনেকদিন হিট সিনেমা দিতে পারেনি, সেই জায়গা থেকে একটু হিংসা করে এই কথা বলছেন। পাশাপাশি তিনি সিবিআই-এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ঘোরে, ওর যখন চোর সম্পর্কে এত ধারনা, তাহলে তাঁকে পাশে নিয়ে ঘোরে কেন?’

অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান ও দলবদলের জেরে অনেকদিন আগেই, আড়াআড়ি ভাগ হয়ে গেছে টলিউড। কিন্তু তাঁদের মধ্যে ব্যক্তিগত আক্রমণও মাঝেমধ্য়ে চরম জায়গায় পৌঁছচ্ছে, তাও স্পষ্ট হয়ে উঠছে বারবার।

(Feed Source: abplive.com)