অফিসের ক্যাশবাক্স থেকে টাকা সরিয়ে একমাসে গাড়ি, জমি! বড়বাজারে এ কী কাণ্ড!

অফিসের ক্যাশবাক্স থেকে টাকা সরিয়ে একমাসে গাড়ি, জমি! বড়বাজারে এ কী কাণ্ড!
আবির দত্ত, কলকাতা: চাকরি থেকে প্রাপ্ত বেতনে সংসার কুলনোই দায়। সেখানে একমাসের মধ্য দু’-দু’টি গাড়ি, আইফোন কেনেন। অগ্রিম দিয়ে পাকা করে ফেলেছিলেন জমিও (Kolkata News)। কিন্তু শেষরক্ষা হল না শেষ পর্যন্ত। সিসি ক্যামেরার ফুটেজ খোলসা করে দিল হাত খুলে খরচের নেপথ্য কাহিনী। গ্রেফতার হলেন বড়বাজারের ওষুধ সরবরাহ সংস্থার এক কর্মী। অফিসের ক্যাশবাক্স থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করেই তিনি একমাসে এত কেনাকাটা করেছেন বলে সামনে এল অভিযোগ। (Bara Bazar Theft)

অফিসের ক্যাশবাক্স থেকে বান্ডিল বান্ডিল টাকা উধাও হয়ে যাচ্ছিল। খুঁজেপেতেও তার কিনারা করা যাচ্ছিল না কিছুতেই। শেষ মেশ সিসি ক্যামেরাই হিসেব মিলিয়ে দিল। ক্যাশবাক্সে বসা ব্যক্তিই ফাইলের তলায় লুকিয়ে নোটের তাড়া গায়েব করে দিয়েছেন বলে দেখা গেল শেষে। ভুল তথ্য দিয়ে প্রথমে গাড়ি, ফোন, জমির হিসেব মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যদিও। কিন্তু শেষ মেশ জেলেই যেতে হল অভিযুক্তকে।

বড়বাজারের গান্ধী বিল্ডিংয়ের একটি ওষুধ সরবরাহ সংস্থার কর্মী সজ্জন সিংহ। তাঁর উপরই সংস্থার লেনদেনের সমস্ত দায়িত্ব ন্যস্ত ছিল। কয়েক দিন আগে এক গ্রাহক, সংস্থার মালিকের কাছে সজ্জনের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেন। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই পর্দাফাঁস হয়। ফুটেজে দেখা যায়, ক্যাশবাক্স থেকে বান্ডিল বান্ডিল টাকা গুনে আলাদা করে সরিয়ে রাখছেন ওই ক্যাশিয়ার। কিছুক্ষণ পর ফাইলের তলায় লুকিয়ে সেই টাকা নিয়ে চলে যাচ্ছেন।

সংস্থার মালিক জানিয়েছেন, প্রায় ৫০ লক্ষ টাকা চুরি গিয়েছে ক্যাশবাক্স থেকে। শনিবার কোন্নগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত এক মাসে দু’টি গাড়ি এবং একটি আইফোন কেনেন অভিযুক্ত। জমি কেনার জন্য ৪ লক্ষ টাকা অগ্রিমও দিয়েছেন অভিযুক্ত। তাঁর কাছ থেকে ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অফিস কর্তৃপক্ষের দাবি, কংপক্ষে ৫০ লক্ষ টাকা চুরি করেছেন তিনি। ঠিক কত টাকা চুরি গিয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি, ফোন এবং জমির টাকা কোথা থেকে পেলেন, তার হিসেব যদিও তুলে ধরতে পারেননি সজ্জন। তবে চুরির টাকাতেই সেগুলি সজ্জন কিনেছেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে পুলিশ।

(Feed Source: abplive.com)