Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অফিসের ক্যাশবাক্স থেকে টাকা সরিয়ে একমাসে গাড়ি, জমি! বড়বাজারে এ কী কাণ্ড!
অফিসের ক্যাশবাক্স থেকে টাকা সরিয়ে একমাসে গাড়ি, জমি! বড়বাজারে এ কী কাণ্ড!

আবির দত্ত, কলকাতা: চাকরি থেকে প্রাপ্ত বেতনে সংসার কুলনোই দায়। সেখানে একমাসের মধ্য দু’-দু’টি গাড়ি, আইফোন কেনেন। অগ্রিম দিয়ে পাকা করে ফেলেছিলেন জমিও (Kolkata News)। কিন্তু শেষরক্ষা হল না শেষ পর্যন্ত। সিসি ক্যামেরার ফুটেজ খোলসা করে দিল হাত খুলে খরচের নেপথ্য কাহিনী। গ্রেফতার হলেন বড়বাজারের ওষুধ সরবরাহ সংস্থার এক কর্মী। অফিসের ক্যাশবাক্স থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করেই তিনি একমাসে এত কেনাকাটা করেছেন বলে সামনে এল অভিযোগ। (Bara Bazar Theft) অফিসের ক্যাশবাক্স থেকে বান্ডিল বান্ডিল টাকা উধাও হয়ে যাচ্ছিল।…

Read More