Michael Gambon dies: হ্যাগ্রিডের পর এবার চলে গেলেন ‘হ্যারি পটার’-এর ডাম্বলডোরও, প্রয়াত মাইকেল গ্যাম্বন

Michael Gambon dies: হ্যাগ্রিডের পর এবার চলে গেলেন ‘হ্যারি পটার’-এর ডাম্বলডোরও, প্রয়াত মাইকেল গ্যাম্বন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হ্যারি পটার(Harry Potter) ফ্যানেদের জন্য মনখারাপের খবর। চলে গেলেন ডাম্বলডোর(Albus Dumbledore)। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাম্বলডোরখ্যাত অভিনেতা মাইকেল গ্যাম্বন(Michael Gambon)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দ্য লর্ড অফ দ্য রিংস থেকে শুরু করে একাধিক ছবিতে অভিনয় করেছেন মাইকেল, তবে তিনি তুমুল জনপ্রিয়তা পান হগওয়ার্টসের হেডমাস্টারের চরিত্রে। কারণ ডাম্বলডোর শুধু হেডমাস্টার নয়, ডাম্বলডোর আশ্রয়। তাঁর মৃত্যু সংবাদের মাঝেই ভাইরাল ‘হ্যারি পটার অ্যান্ড সরসারার্স স্টোন’ বইয়ের একট উদ্ধৃতি।

মাইকেল গ্যাম্বন অর্থাৎ অ্যালবাস ডাম্বলডোর ছিলেন হ্যারি পটার সিরিজের অন্যতম প্রশংসিত চরিত্র। ২৮  সেপ্টেম্বর ৮২ বছর বয়সে প্রয়াত যান তিনি। এক্স (পূর্বের টুইটার)-এ প্রবীণ অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তরা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সসারার্স স্টোন’ থেকে মৃত্যুর বিষয়ে তাঁর একটি সবচেয়ে কঠিন সংলাপ শেয়ার করেছেন। বইটিতে তিনি মৃত্যু নিয়ে বলেন, ‘সবকিছুর পর, সুসংগঠিত মনের কাছে, মৃত্যু কিন্তু পরবর্তী বিশেষ অভিযান’।
প্রসঙ্গক্রমে, ডাম্বলডোর হ্যারি পটারকে এই কথাটি বলেছিলেন যখন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সসারার্স স্টোন’-এর শেষের দিকে হ্যারি পটার হাসপাতালে ছিলেন। এই কথাটি তিনি বলেন ডাম্বলডোর এবং নিকোলাস ফ্লামেলের পাথরটি ধ্বংস করার যৌথ সিদ্ধান্তের প্রসঙ্গে, যার আসলে অর্থ ছিল যে নিকোলাস একদিন মারা যাবে।

জনপ্রিয় অভিনেতা মাইকেল গ্যাম্বন প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মাইকেল গ্যাম্বনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। তাঁর পরিবারের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে স্ত্রী অ্যান ও ছেলে ফার্গাসের উপস্থিতিতেই হাসপাতালে মারা যান তিনি। ২০২২ সালের ১৪ অক্টোবর, ৭২ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন হ্যারি পটার ছবিতে হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করা রবি কোলট্রেন।

(Feed Source: zeenews.com)