ভারতের শেষ প্রস্তুতি ম্যাচের আগে মুম্বইয়ে ফিরলেন কোহলি? খেলবেন না নেদারল্যান্ডস ম্যাচ?

ভারতের শেষ প্রস্তুতি ম্যাচের আগে মুম্বইয়ে ফিরলেন কোহলি? খেলবেন না নেদারল্যান্ডস ম্যাচ?
নয়াদিল্লি: মঙ্গলবার, ৩ অক্টোবর তিরুঅন্ততপুরমে বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে শেষবার প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার (Team India)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তবে সেই ম্যাচে সম্ভবত বিরাট কোহলি (Virat Kohli) অংশগ্রহণ করবেন না। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের সঙ্গে তিনি কেরলে যাননি। বরং, গুয়াহাটি থেকে ফিরে এসেছেন মুম্বইয়ে। কিন্তু হঠাৎ কেন মুম্বইয়ে উড়ে এলেন কোহলি?

ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে ভারতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। টস হলেও, বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। শনিবার ম্যাচ ভেস্তে যাওয়ার পর, রবিবারই এক বিশেষ বিমানে করে ভারতীয় দলকে গুয়াহাটি থেকে তিরুঅনন্তপুরমে উড়িয়ে আনা হয়। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় বুমরা, জাডেজাদের কেরলে পদার্পনের সেই ভিডি পোস্টও করা হয়। তবে খবর অনুযায়ী চার ঘণ্টার এই বিমানযাত্রায় দলের বাকিদের সঙ্গে কেরলে আসেননি কোহলি।

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা মহাতারকা টিম ম্যানেজমেন্টের কাছে ছুটির আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণেই তিনি ছুটি নিয়ে গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে ফিরেছেন বলে দাবি করা হচ্ছে। তবে ভারতীয় সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। রবিবার, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে কিন্তু কোহলি ফিরে এসে ভারতীয় দলে যোগ দেবেন বলেই শোনা যাচ্ছে।

অবশ্য গুয়াহাটির মতোই তিরুঅন্ততপুরমেও বৃষ্টিতে ভারতের অনুশীলন ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কাল বৃষ্টি তো বটেই, পাশাপাশি ঝড় হওয়ারও পূর্বাভাস রয়েছে। তাই এই ম্যাচ আয়োজন ঘিরে তৈরি হয়েছে সংশয়। ইতিমধ্যেই তিনটি অনুশীলন ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। তাই কালকের ম্যাচে এমন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। অবশ্য সদ্যই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের সিরিজ়ে হারিয়েছে ভারত। তাই গোট টিম ইন্ডিয়াই ম্যাচ প্র্য়াক্টিসের মধ্যেই রয়েছে। ডাচদের বিরুদ্ধে ম্যাচ আয়োজিত না হলেও, তাই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

(Feed Source: abplive.com)