মুম্বই: শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন (Shahid Kapoor and Kriti Sanon) অভিনীত ছবির মুক্তির তারিখ ঘোষণা করল নির্মাতারা। ম্যাডক ফিল্মস প্রোডাকশন হাউজ মঙ্গলবার একটি পোস্টার প্রকাশ্যে এনেছেন। প্রোডাকশন হাউজের তরফে জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি শিরোনামহীন এই ছবিটি মুক্তি পাচ্ছে।
তবে এই ছবি প্রকাশ্য়ে আসার পরই শুরু হয়েছে জল্পনা। সোশ্য়ালে পোস্ট করা ছবিতে নাম ছিল না। কেবল পোস্টারে লেখা ছিল যে, ‘একটা অসম্ভব প্রেমের গল্প’, শাহিদ কপূর ও কৃতি শ্যানন। বলিউডের আকাশে বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছিল যে, এই ছবির নাম হতে পারে ‘শিন্টু কি দুলহানিয়া’। তবে পরের বছর মুক্তি পেতে পারে, এই জল্পনা সত্যি হল। বাকিটা সময় বলবে।
(Feed Source: abplive.com)