ধাক্কা কিউয়ি শিবিরে, চোট পেয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেই সাউদি

ধাক্কা কিউয়ি শিবিরে, চোট পেয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেই সাউদি

আমদাবাদ: আগামীকাল থেকে শুরু হতে চলেছে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ (ICC World Cup)। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গত বিশ্বকাপের ২ ফাইনালিস্ট নিউজিল্য়ান্ড ও ইংল্যান্ড (New Zeland vs England)। কিউয়িদের কাছে যেমন ফাইনাল হারের প্রতিশোধের লড়াই তেমনই ব্রিটিশদের কাছে ফেভারিট তকমা বজায় রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা লক্ষ্য। তবে আগামীকালের ম্যাচে নিউজিল্য়ান্ড দলে পাবে না তাদের তারকা পেসার টিম সাউদিকে (Tim Southee)। অর্থাৎ কেন উইলিয়ামসনের পর আরও এক অভিজ্ঞ তারকাকে নিজেদের প্রথম ম্য়াচে পাচ্ছে না কিউয়ি বাহিনী। যা কিছুটা চাপে রাখবে কিউয়িদের।

আগামীকালের ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন টম ল্যাথাম। তিনি বুধবার জানিয়ে দেন সাউদির আগামীকালের ম্যাচে না খেলার কথা। আঙুলে চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না ডানহাতি পেসার। এমনকী চোটের পরিস্থিতি যদি গভীর হয়, তাহলে হয়ত আরও কয়েকটি ম্যাচে একাদশের বাইরেই থাকতে হবে সাউদিকে। কেন প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটার হিসেবে খেলেছিলেন শুধু। দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচে ফিল্ডিংও করেছিলেন। তবে সাউদি এখনও পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে আসার পর থেকে মাঠে নামেননি। নিউজিল্য়ান্ড দুটো ওয়ার্ম আপ ম্যাচই খেলেছে। দুটো ওয়ার্ম আপ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা।

এদিকে, হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই শুরু হয়ে যাবে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2023)। আমদাবাদে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজ়িল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপের শুভারম্ভ হবে। সেই ম্যাচ শুরুর আগে বিশ্বকাপের ট্রফি হাতে মাঠে প্রবেশ করে টুর্নামেন্টের সূচনা ঘোষণা করবেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ‘মাস্টার ব্লাস্টার’কে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির (ICC) তরফে বিশ্বকাপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছে।

সচিন ছয় ছয়টি বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ভারতের মাটিতে ২০১১ সালে আয়োজিত শেষ ৫০ ওভারের বিশ্বকাপেই সচিনের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়। বিশ্বখেতাব জেতে ভারতীয় দল। সেটাই তাঁর জীবনের সবথেকে গর্বের মুহূর্ত বলে জানান সচিন। অতীতের স্মৃতচারণা করে সচিন বলেন, ‘১৯৮৭ সালে বল বয় থেকে দেশের হয়ে ছয়টি টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা, বিশ্বকাপ টুর্নামেন্ট সবসময়ই আমার কাছে বিশেষ অনুভূতির। ২০১১ সালের বিশ্বকাপ জয়ই আমার ক্রিকেট সফরের সবথেকে গর্বের মুহূর্ত।’

(Feed Source: abplive.com)