এশিয়া কাপে। ভারত চ্যাম্পিয়ন হলেও, চোনা হয়ে রয়েছে একটিমাত্র পরাজয়। হোক না সে নিয়মরক্ষার ম্যাচ। হোক না দ্বিতীয় সারির ভারতীয় দল। কাদের বিরুদ্ধে সেই ধাক্কা খেয়েছিল ভারতীয় দল? বাংলাদেশ।
বিশ্বকাপে পুণেতে বৃহস্পতিবার ফের সেই বাংলাদেশের মুখোমুখি ভারত। চলতি বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছে আফগানিস্তান। অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশও কি সেরকম কিছু ঘটাবে?
‘মনে হয় না। ফেভারিট ভারতই। বাংলাদেশ ভাল দল। তবু বলছি, একতরফা ম্যাচ হবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবু এই ভারতীয় দল অনেক এগিয়ে। এশিয়া কাপ অতীত,’ কোনও রাখঢাক না করে এবিপি লাইভকে বলছিলেন অশোক ডিন্ডা। বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ। বাংলায় ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন। স্টার স্পোর্টস থ্রি-তে বাংলায় হচ্ছে ম্যাচের সম্প্রচার। বিশ্বকাপে ভারতের খেলা খুঁটিয়ে দেখার সুবাদে ডিন্ডা বলছেন, ‘ভারত জোটবদ্ধভাবে খেলছে। প্রত্যেকে ছন্দে রয়েছে। অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে, তারপর ওদের ফেভারিট না বলাটা অন্যায়। রোহিতের নেতৃত্ব, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদবদের ফর্ম। সব মিলিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত।’
এই ভারতীয় দলের সবচেয়ে ইতিবাচক দিক কী? ডিন্ডা বলছেন, ‘আগে ভারতীয় দলে তিন-চারজন ভরসা করার মতো ক্রিকেটার ছিল। এখন ছবিটা সম্পূর্ণ আলাদা। এখন সবাই দক্ষ। কোনও দু-একজনের ওপর দল নির্ভরশীল নয়। বিপক্ষ তিনশো তুললেও সেই রান তাড়া করে দেওয়া সম্ভব এই ভারতের পক্ষে।’
পুণেতে ম্যাচ। যে মাঠে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ডিন্ডার। আইপিএলে রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলতেন এক সময়। পুণে তখন ছিল তাঁর ঘরের মাঠ। ডিন্ডা বলছেন, ‘পুণেতে প্রচুর খেলেছি। ওখানে বল খুব একটা বল ঘোরে না। বাংলাদেশের স্পিন খুবই ভাল। বল ঘুরবে, এরকম পিচে খেলবে না ভারত। খুব শুকনো উইকেট হলে তবেই আর অশ্বিন খেলবে। নাহলে উইনিং কম্বিনেশনই থাকবে।’
শাকিব আল হাসানের চোট রয়েছে। ভারতের বিরুদ্ধে তিনি খেলবেন কি না, সংশয় রয়েছে। শাকিব খেললে ভারতকে বিপাকে ফেলতে পারবেন? ডিন্ডা বলছেন, ‘শাকিব ফ্যাক্টর হবে। ও ধূর্ত ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটারদের খুব ভাল করে জানে। প্রত্যেকের শক্তি-দুর্বলতা বোঝে।’
তবে মহম্মদ শামিকে প্রথম একাদশের বাইরে দেখে খারাপ লাগছে ডিন্ডার। একটা সময় বাংলার পেস বোলিং আক্রমণ সামলেছেন দুজনে মিলে। ডিন্ডা বলছেন, ‘শার্দুল ঠাকুরের ব্যাটিংয়ের জন্য খেলাচ্ছে। তবে মহম্মদ শামি বিশ্বের যে কোনও দলে থাকলে বিশ্বকাপে ম্যাচ খেলত। আসলে যশপ্রীত বুমরা-মহম্মদ সিরাজ় সকলেই ছন্দে। পাকিস্তানের বিরুদ্ধে সিরাজ সফল হল। সেই কারণেই শামিকে বাইরে বসে থাকতে হচ্ছে। ব্যাটিংয়ের সময় পরপর উইকেট পড়ে গেলে শার্দুল ৩০-৪০ রান করতে পারে। সেই কারণেই ওকে দলে রাখা হচ্ছে। শার্দুলের চেয়ে বোলার হিসাবে শামি অনেক এগিয়ে।’ তবে শার্দুলের পাশে দাঁড়াচ্ছেন ডিন্ডা। বলছেন, ‘শার্দুল তো নিজেকে প্রমাণ করার সুযোগই পাচ্ছে না। ২-৩ ওভার করে বোলিং পাচ্ছে। ওর কোটা শেষ করতে পারছে না। ব্যাটিংয়েও ওকে নামতে হচ্ছে না। ফলে ওকে দোষারোপ করা যায় না। শামি যেদিন সুযোগ পাবে, সেরা পারফরম্যান্স দিয়ে নিজেকে ফের চেনাবে।’
তিনি নিজে পেসার ছিলেন। ভারতীয় পেস বোলিং কেমন দেখছেন? ডিন্ডা বলছেন, ‘খুব ভাল। বুমরা দারুণ ফর্মে। চোট সারিয়ে মাঠে ফিরেই ফুটছে যেন। ও রান আটকে রাখে। চাপ তৈরি করে উইকেটও নেয়। শুরুতেই ওর আগুনে স্পেলে প্রতিপক্ষ ব্যাকফুটে চলে যাচ্ছে। সিরাজ়ও দুর্দান্ত।’
বিশ্বকাপ জিতবে ভারতই, বিশ্বাস বাংলার পেসারের। ভারতের পথে কাঁটা হতে পারে কোন দল? ডিন্ডা বলছেন, ‘ভারতই চ্যাম্পিয়ন হবে। তবে নিউজ়িল্যান্ড একমাত্র দল যারা ভারতকে বেকায়দায় ফেলতে পারে। পেসার, স্পিনার, ব্যাটিং – নিউজ়িল্যান্ডের সকলেই ছন্দে। রচিন রবীন্দ্র আসায় দলের ভারসাম্য আরও বেড়েছে।’
(Feed Source: abplive.com)