ত্রাণের দেখা নেই! অচল গাজার ৭ হাসপাতাল, ২১ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র…এই লড়াইয়ের শেষ কোথায়?

ত্রাণের দেখা নেই! অচল গাজার ৭ হাসপাতাল, ২১ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র…এই লড়াইয়ের শেষ কোথায়?
নয়াদিল্লি: ত্রাণের দেখা নেই। এদিকে নাগাড়ে হামলা জারি রেখেছে ইজরায়েল (Israel Hamas War)। রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংক্রান্ত সংগঠনের হাই কমিশনারের হুঁশিয়ারি, এমন পরিস্থিতিতে সামরিক হামলার তীব্রতা বাড়লে স্রেফ ‘ধ্বংস’ হয়ে যাবে গাজা (Gaza Situation)। একমত ডক্টর্স উইদাউট বর্ডার্সের আমেরিকার প্রধান এভরিল বেনয়েট। মার্কিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গাজায়, প্রত্যেকে, এমনকি মেডিক্যাল টিমও বিধ্বস্ত। প্রত্যেকে জলশূন্যতা, খিদের জ্বালায় কাতরাচ্ছেন…সত্যিই জীবন-মরণ পরিস্থিতি।’ পরে খবর আসে, ছোট্ট ভূখণ্ডের অন্তত ৭টি হাসপাতালের (Hospitals Out Of Service In Gaza) কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। এক পরিস্থিতি ২১টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। অন্তত তেমনই জানাচ্ছে প্যালেস্তিনীয় প্রশাসন।

গত ৭ অক্টোবর, হামাসের হঠাৎ হামলার পর থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, আর আজ চোদ্দোতম দিন। প্যালেস্তাইনের দাবি, এখনও পর্যন্ত ইজরায়েলের জবাবি হামলায় গাজা স্ট্রিপে ৪ হাজার ১২৭ জন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ৬০০-র বেশি শিশু। জখমের সংখ্যা ১৩ হাজারের বেশি। ওয়েস্ট ব্যাঙ্কে মারা গিয়েছেন ৮১ জন। ইজরায়েলের তরফেও নিহতের সংখ্য়া নেহাত কম নয়। যুদ্ধের প্রথম দিকে, বেঞ্জামিন নেতানইয়াহুর প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছিল, হাজার হাজার নাগরিককে পণবন্দি করেছে হামাস। তবে যুদ্ধের চোদ্দোতম দিনে এসে আইডিএফ জানাচ্ছে, পণবন্দির সংখ্যা সম্ভবত ১০০-২০০-র মধ্যে। এঁদের বেশিরভাগ বেঁচেও রয়েছেন, দাবি আইডিএফের। কবে এঁদের ফিরিয়ে আনা সম্ভব হবে? কবেই বা শেষ হবে যুদ্ধ? এখনও উত্তর নেই। কিন্তু ইজরায়েল যে ভাবে গাজা অবরোধ করে রেখেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে।এমনকি মিশর-সহ পশ্চিম এশিয়ার আরও দেশে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা স্পষ্ট। এসবের মধ্যে, গাজার ত্রাণের জন্য একমাত্র ভরসা, রাফাহ ক্রসিং নিয়েও চিন্তার মেঘ জমছে। এদিন এই ক্রসিং দিয়েই মিশরে ত্রাণ প্রবেশের কথা ছিল। কিন্তু সম্ভবত, এই ত্রাণ পৌঁছতে আরও একটা দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ যন্ত্রণা সামান্য কমতে নিদেনপক্ষে আরও একটি দিন অপেক্ষা করতে হবে গাজার বাসিন্দাদের। যদিও    রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংক্রান্ত সংগঠনের হাই কমিশনারের মতে, বর্তমানে যা পরিস্থিতি তাতে যে রকম সামরিক হামলা চলছে সেটুকুও জারি থাকলে ওই একচিলতে ভূখণ্ড কার্যত ধ্বংস হয়ে যাবে।

ইজরায়েল-হামাস যুদ্ধে এখন আন্তর্জাতিক মহল একপ্রকার আড়াআড়ি বিভক্ত। মানবাধিকার লঙ্ঘন না করার বার্তা দিয়েও ইজরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে আমেরিকা, ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল ও ইউক্রেনকে ১০ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি অনুদান দিতে কংগ্রেসের কাছে দরবার করছেন বলে খবর। অন্য দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুস সতর্ক করেছেন, গাজায় ত্রাণে দেরি মানে আরও বহু মানুষের ভোগান্তি। এই লড়াইয়ের শেষ কোথায়?

(Feed Source: abplive.com)