মুক্ত ৫ মার্কিন পণবন্দি, গাজার ৫ স্কুল খালি করতে নির্দেশ ইজরায়েলের
নয়াদিল্লি: যত দ্রুত সম্ভব, গাজার পাঁচটি স্কুল খালি করে দিতে হবে, নির্দেশ দিল ইজরায়েল। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের প্যালেস্তিনীয় উদ্বাস্তু সংক্রান্ত সংগঠন এ কথা জানিয়েছে। সঙ্গে আরও জানায়, সবকটি স্কুলই গাজার অল-অহলি ব্যাপটিস্ট হাসপাতালের কাছে। এই হাসপাতালেই কয়েক দিন আগে তীব্র বিস্ফোরণে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছিল বলে খবর। অভিযোগের আঙুল ওঠে ইজরায়েলের দিকে। পরে অবশ্য সন্দেহের তির ঘুরে যায় হামাসের অনুসারী সংগঠন ইসলামিক জিহাদের দিকে। এর মধ্যেই নতুন হুঁশিয়ারি। তা হলে কি এবার স্কুল বিল্ডিং-ও মাটিতে মিশে যাবে? তেমনই আশঙ্কা…