ত্রাণের দেখা নেই! অচল গাজার ৭ হাসপাতাল, ২১ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র…এই লড়াইয়ের শেষ কোথায়?
নয়াদিল্লি: ত্রাণের দেখা নেই। এদিকে নাগাড়ে হামলা জারি রেখেছে ইজরায়েল (Israel Hamas War)। রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংক্রান্ত সংগঠনের হাই কমিশনারের হুঁশিয়ারি, এমন পরিস্থিতিতে সামরিক হামলার তীব্রতা বাড়লে স্রেফ ‘ধ্বংস’ হয়ে যাবে গাজা (Gaza Situation)। একমত ডক্টর্স উইদাউট বর্ডার্সের আমেরিকার প্রধান এভরিল বেনয়েট। মার্কিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গাজায়, প্রত্যেকে, এমনকি মেডিক্যাল টিমও বিধ্বস্ত। প্রত্যেকে জলশূন্যতা, খিদের জ্বালায় কাতরাচ্ছেন…সত্যিই জীবন-মরণ পরিস্থিতি।’ পরে খবর আসে, ছোট্ট ভূখণ্ডের অন্তত ৭টি হাসপাতালের (Hospitals Out Of Service In Gaza) কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। এক পরিস্থিতি…