কিডনিতে পাথর? সাবধান, ভুলেও মুখে তুলবেন না এই সব্জিগুলি

কিডনিতে পাথর? সাবধান, ভুলেও মুখে তুলবেন না এই সব্জিগুলি

Kidney Stone: যাঁদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে তাঁদের জীবনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। এই রোগে অসহ্য ব্যাথা হতে পারে। পশ্চিম রাজস্থানের সীমান্তবর্তী বাড়মেঢ়ে এই সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিডনিতে পাথর হওয়ার সবচেয়ে বড় কারণ হল মানুষের ভুল খাদ্যাভ্যাস। জল কম পান করাও ভীষণ ভাবে দায়ী। এই অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা প্রয়োজন। কিছু কিছু খাবার একেবারেই ত্যাগ করা প্রয়োজন। কিছু সব্জিও এই সমস্যা একাবারেই খাওয়া উচিত নয়। জেনে নেওয়া যাক বিস্তারিত—

যদিও আমাদের শরীরের প্রতিটি অঙ্গই খুব গুরুত্বপূর্ণ, তবে কিছু অঙ্গ আমাদের পুরো শরীরের কার্যকারিতাকে প্রভাবিত করে। এমন পরিস্থিতিতে কারও যদি কিডনিতে পাথরের সমস্যা থাকে তবে বেশ কিছু সব্জির খাওয়া তাঁদের জন্য একেবারেই নিষিদ্ধ। চিকিৎসকের মতে, পাথরের সমস্যা থেকে থাকলে রোগীর টমেটো, শসা, পালং শাক, বেগুন ও কচুজাতীয় সবজি এড়িয়ে চলা উচিত।

কারও যদি আগে থেকেই পাথরের সমস্যা থাকে তবে ভুল করেও পালংশাক খাওয়া উচিত নয়, কারণ এটি তাদের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। পালং শাকের মতো অক্সালেট নামক উপাদান যা পাথরের রোগীদের জন্য মারাত্মক হতে পারে। বেগুনেও এই একই উপাদান পাওয়া যায়। এটি আসলে এই উপাদান পাথরের আকার বাড়িয়ে দিতে পারে। কিডনিতে পাথর থাকলে অতিরিক্ত শসা খেলেও কিডনি বিকল হওয়ার ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত শসা খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়। এতেও পাথরের রোগীদের ক্ষতি হতে পারে মারাত্মক।

কিডনিতে পাথর হলে বেশি করে জল পান করা উচিত—

বাড়মেঢ় জেলা হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. অগ্নেশ সিং শেখাওয়াত বলেন, পাথরে আক্রান্ত রোগীদের সব সময়ই চেষ্টা করা উচিত যাতে বীজযুক্ত সব্জি এড়িয়ে চলা যায়। পাশাপাশি বেশি করে জল পান করা উচিত যাতে পাথর হওয়ার সম্ভাবনা কমে।

তিনি বলেন, কলা, কাজু, চিনাবাদাম, আখরোট, কুমড়ার বীজ, ব্রকলি, কিডনি বিন, ব্লুবেরি, শুকনো ডুমুর ইত্যাদি খাবারে অক্সালেটের পরিমাণ কম থাকে। কিডনিতে স্টোনের ঝুঁকি কমাতে এই জিনিসগুলি খাওয়া উচিত।

(Feed Source: news18.com)