স্বপ্নের বছর অব্যাহত, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন গিল

স্বপ্নের বছর অব্যাহত, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন গিল
ধর্মশালা: প্রয়োজন ছিল ১৪ রানের। সেই লক্ষ্যে সফল হলেন শুভমন গিল (Shubman Gill)। ভারত-নিউজ়িল্যান্ড (IND vs NZ)  ম্যাচে ৩১ বলে ২৬ রানের ইনিংস খেলেই গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। কী সেই রেকর্ড? দ্রুততম ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে দুই হাজার আন্তর্জাতিক রান করে ফেললেন গিল। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড ভাঙলেন ভারতের তরুণ ওপেনার।

আমলা ৪০টি ওয়ান ডে ইনিংস খেলে দুই হাজার রানের গণ্ডি পার করেছিলেন, গিল তাঁর থেকে দুই ইনিংস কম, ৩৮ ইনিংসেই দুই হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। গোটা বছর জুড়েই শুভমন গিল কিন্তু স্বপ্নের ফর্মে রয়েছেন। তিনি ইতিমধ্যেই এ বছরে হাজার রানের গণ্ডি পার করে ফেলেছেন। চলতি বছরে ২২টি ওয়ান ডে ইনিংসে গিল এখনও পর্যন্ত মোট ১৩০০ রান করেছেন। পাঁচ হাফ সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি সেঞ্চুরিও এসেছে গিলের ব্যাট থেকে। দুরন্ত ফর্মের গিলই সেপ্টেম্বর মাসে আইসিসির বিচারে সেরা ক্রিকেটারও হয়েছিলেন। সুতরাং, তাঁকে বিশ্বরেকর্ড গড়তে দেখে কারুরই অবাক হওয়ার কথা কিন্তু নয়।

প্রসঙ্গত, গিল এদিন ম্যাচে তেমন রান না পেলেও, ভারতকে ম্যাচ জিততে কিন্তু খুব একটা বেশি কসরত করতে হয়নি। প্রথমে বল হাতে মহম্মদ শামির ধংসাত্মক স্পেল এবং পরে ব্যাট হাতে বিরাট কোহলির অনবদ্য ইনিংসেই ভারত দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ২৭৪ রানের লক্ষ্য়মাত্রা। শুরু থেকেই একটা ব়ড় পার্টনারশিপের দরকার ছিল। সেই মতই এদিন রোহিত শর্মা ও শুভমন গিল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রোহিত শর্মা ছিলেন দুরন্ত ফর্মে বিশেষ করে। ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন ‘হিটম্যান’। ৩৩ রানের ইনিংস খেলেন শ্রেয়স। একদিকে উইকেট পড়তে থাকলেও অন্যদিকে বিরাট ছিলেন নিজের চেনা ছন্দেই। ৯৫ রানের ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বড় শট খেলে দলকে জেতাতে চেয়েছিলেন। তবে নিজের উইকেট খুঁইয়ে বসেন তিনি। জাডেজা ৩৯ রানে অপরাজিত থেকে যান।

(Feed Source: abplive.com)