শামি না সিরাজ? ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় একাদশে ভাবনায় অশ্বিনও

শামি না সিরাজ? ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় একাদশে ভাবনায় অশ্বিনও
লখনউ: একানা স্পোর্টস কমপ্লেক্সে আগামী ২৯ অক্টোবর ভারত-ইংল্যান্ড (IND vs ENG) মুখোমুখি হতে চলেছে। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে টানা ৫ ম্যাচ খেলে সব ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। রবিবার ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে নামার আগে দলে কিছু পরিবর্তনের ভাবনা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। বাটলারের দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচ জিতেছে। ফলে তাঁদের কাছে একপ্রকার ডু অর ডাই ম্যাচ এটি টুর্নামেন্টে টিকে থাকার জন্য।

ইংল্যান্ড ম্যাচেও হার্দিক পাণ্ড্যর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে পাঁচ বোলার নিয়ে নামতে চলেছে ভারত। লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে স্পিন সহায়ক পিচের কথা ভেবে আগামী ম্যাচে অশ্বিনকে খেলানো হতে পারে। তারকা অফস্পিনার চলতি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে খেলেছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের খেলার সম্ভাবনা রয়েছেন। তবে পেস বিভাগে কে খেলবেন, তা নিয়ে কিছুটা ধন্দ্ব রয়েছে। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের মধ্যে কে খেলবেন, তা নিয়ে সংশয় রয়েছে টিম ম্য়ানেজমেন্টের মধ্যে। তবে কিছুটা এগিয়ে বাংলার পেসার। তারকা পেসার ৫ উইকেট নিয়েছিলেন শামি। তাই তিনিই হয়ত খেলবেন।

রোহিত শর্মার অধিনায়কত্বও বেশ প্রশংসিত হয়েছে গোটা টুর্নামেন্টে। এমন দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দল বিশ্বকাপ জয়ের বড় দাবিদার। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গ বলতে গিয়ে রোহিত জানান তিনি সবসময় খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘খেলোয়াড়দের ম্যানেজ করার জন্য সবার প্রথমে তাদেরকে বোঝা, তাদের প্রয়োজনীয়তা জানাটা জরুরি। তারা কী পছন্দ করে, কী অপছন্দ করে সেটা জানাটা দরকার। কারণ আমরা তো দলগতভাবে একটা খেলা খেলি। এক, দুইজন নয় সকলকে নিয়ে তাই চলতে হয়। আমরা জানি যে বড় টুর্নামেন্ট জিততে সকলের অবদান প্রয়োজন। সকলের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। তাই সবাইকে মানসিকভাবে চাঙ্গা রাখাটা জরুরি।’

রোহিত জানান তিনি অধিনায়ক হলেও সবসময় খেলোয়াড়দের জুতোয় পা গলিয়ে, তাঁদের মতো করে ভাবার চেষ্টা করেন। ‘সকলে কী ভাবছে, কী চাইছে, সেটা বোঝাটা খুব প্রয়োজনীয়। সবটা বুঝে সকলকে নিয়েই সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমি। আমি বাকিদের জায়গায় নিজেকে রেখে বোঝার চেষ্টা করি যে তাদের এই সময় ঠিক কী প্রয়োজন। আমি ভাগ্যবান যে আমার আশেপাশে থাকা ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফরা সকলেই খুব ভাল এবং পরিপক্ক।’ বলেন ভারতীয় অধিনায়ক।

(Feed Source: abplive.com)